এই দেশের আপামর - TopicsExpress



          

এই দেশের আপামর জনসাধারণের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে হচ্ছে এই মহীয়সী নারীকে ! স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েন তার স্বামী।দেশ স্বাধীন হয়, দেশ বিদেশের ষড়যন্ত্রকারীদের রোষানলে পড়ে শহীদ হন চট্টগ্রাম সার্কিট হাউসে। স্বামীর অবর্তমানে দল ও দেশের মানুষের জন্য আরাম আয়েশ ত্যাগ করে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন অবিরত। আবার ষড়যন্ত্রকারীদের রোষানলে পড়েন এক এগারোর পর,তার উপর নেমে আসে অত্যাচারের খড়গ।পুত্রদের উপর নেমে আসে নির্যাতন, দেশ ছাড়তে বাধ্য করা হয় তার দুই সন্তানকে ।মায়ের থেকে আলাদা করে দেয়া হয় সন্তান নাতি নাতনি কে । এত কিছুর পরেও তিনি দেশ ও দেশের মানুষের চিন্তা করেন।বছর খানেক আগে তাকে তার বাসায় অবরুদ্ধ করা হয , আজ আবার ও সেই একই ধারাবাহিকতা। আর কত ত্যাগ স্বীকার করলে জাতীয়তাবাদী শক্তি এবং দেশের সচেতন নাগরিক বৃন্দের শুভ বুদ্ধির উদয় হবে কেউ কি বলতে পারেন ?
Posted on: Sun, 04 Jan 2015 05:55:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015