এই মিথিলা জেগে - TopicsExpress



          

এই মিথিলা জেগে আছিস? -হুম, -গল্প শুনবি?আজ পেজে খুব সুন্দরএকটা গল্প দিয়েছে আসিফ জামান ভাইয়ের। শুনবি? -ভাইয়া আমি ঘুমাচ্ছি কাল শুনাস প্লিজ। -আরে পাগলী না শুনলে মিস করবি। বেরো না? আমি ড্রয়িং রুমে বসে আছি। -ভাইয়া এই রাতের বেলা কি শুরু করলি? -বেরোনা.. -আচ্ছা বোস আমি বেরচ্ছি। পাশাপাশি দুটি ভাই বোন । ভাইয়ের চোখে মুখে আগ্রহ । বোনকে গল্প শোনাতে তার খুব ভালো লাগে । -ভাইয়া শুনা আজ কি লিখেছে জামান ভাইয়া , - আগে দু মগ ধোঁয়া ওঠা কফি নিয়ে আয় তোর ঘুম পুরোপুরি ভাংগুক , -আচ্ছা অপেক্ষা কর আমি নিয়ে আসছি। ধোঁয়া ওঠা কফির সাথে সাথে মিথিলা আর শিপনের গল্প শোনার প্রহর কাটে । শিপনের কন্ঠস্বরে গল্পের লাইনগুলো যেন কষ্টের হাহাকারে ছেয়ে দেয় মিথিলার মন। এক ফোঁটা , দু ফোঁটা করে অশ্রু ঝরতে থাকে মিথিলার । - এই মিথিলা তুই কাঁদছিস? -না । - তাহলে মাথা নিচু করে আছিস কেনো? - এমনি। -ভাইয়া যাই আমি ঘুমাব। তুই ও যা ঘুমা গিয়ে। -চল ছাদে যাই আজ পূর্ণিমার আলোতে ভিজি।সায়ান কে ডেকে নিয়ে আয়। -আমি যাবনা ভাইয়া । তুই একা যা আর সায়ানও যাবেনা । ও ঘুমাচ্ছে। -তোর ভাই তোর মতোই, দেখ গিয়ে ঘুমায়নি পড়ছে এখনো । - আমার মতো মানে কি ভাইয়া? - তোর মতো মানে তুই এ প্লাস পেয়ে গোল্ডেনের জন্যে কাঁদিস। আর ও গোল্ডেন পেয়ে ডায়মণ্ড কেন করেনি সেটার জন্য কাঁদবে ! - দেখ ভাইয়া তুই সায়ান কে নিয়ে ফাজলামো করবি না। - আচ্ছা না করলাম, যা ওকে ডেকে আন আমরা ভাইবোনেরা ছাদে যাই। পূর্ণিমার রাতে চাঁদের হাসিতে বাঁধ ভেঙে যায় । পবিত্র জোছনায় মনে পবিত্রতা আসে । সকল কালো আর বিষাদ নিমিষে হারিয়ে যায় । - ভাইয়া আমার মন ভাল হয়েছে । ধন্যবাদ আমাদের ছাদে আনার জন্যে -বলেছিনা তোর মন ভাল হয়ে যাবে? -হুম - মিথিলা, একটা কথা শুনবি? - কি ভাইয়া? - তুই গল্প লিখবি ? বেঁচে থাকার গল্প ? ভালোবাসার গল্প ? কষ্টের গল্প ? তুই লিখে দিস , আমি পেজটাতে দিবো। তোর লেখাও অনেকে পড়বে। -ভাইয়া বাসায় চল,আর থাকবনা ছাদে। আর শোন আমি কোথাও লিখা দিবো না। আমি ওমন লেখতে পারিনা যেকোথাও লিখা দিবো। আমি শখে লিখি, যার পাঠক আপাতত তোরাই। এমন কিছু রাত জাগা কথামালার আশ্রয়েই আজ আমার এই পেজে লিখা। জানিনা কতদিন লিখব। জানিনা কতটা ভাল লিখতে পারব।শুধু জানি আমি লিখি কারন আমার ভাইয়া চাইতো আমি লিখি এই পেজে। বাসার ছাদেতে আজো পূর্ণিমার রাত আসে । আমি চোখ বুজে থাকি নিঃশ্বাসে খুজি কোন একটা পরিচিত গন্ধের। আমি অপেক্ষা করি কোন একটা ডাকের । যে আমাকে গল্পে শোনাবে । আমাকে জোছনা দেখাতে নিয়ে যাবে । আমাকে বলবে , মিথিলা , তুই গল্পলিখবি ? জীবনের গল্প ? আজ ভাইয়াকে বলতে পারিনা ,ভাইয়া দেখ , আমি তোর ইচ্ছেটা পূরণ করেছি । না ফেরার দেশে চলে গেছিস , কিভাবে বলব তোকে ? আমি এখন গল্প লিখতে পারি । কিন্তু ভাইয়া , জীবনের গল্প যে আর লিখা হয়না রে.... [আমাদের জীবনটা ক্ষণস্থায়ী কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনেই কিছু মানুষ আমাদের জীবনের বিশেষ আর খুব গুরুত্বপূর্ণ স্থান জুড়ে নেয়,তাদের সাথে কাটানো ছোট ছোট ঘটনা আমাদের সারাজীবনের অনেক কিছুই চেঞ্জ করে দেয়। আমার জীবনে এমনি কোন একজন মানুষ ছিল আমার ভাইয়াটি।যার জন্যে আমার ফেসবুক জগতে আসা,যার অনুপ্রেরণায় আমার লিখার শুরু, ইএন এর সাথে আমার পথচলা, ইএন এর একজন হওয়া,জীবনে এমন একজনকে পাওয়া যে সময়ের সাথে সাথে হয়ে উঠেছে জীবনেরই অংশ। আজ ভাইয়ার মৃত্যু বার্ষিকী। সবাই তার জন্যে দোয়া করবেন যেন তিনি বেহেশত নিবাসী হোন। আমীন। ] [] লিখা : নিশীথিনি মিথি []
Posted on: Sun, 31 Aug 2014 18:06:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015