এইত কিছু দিন হবে, আমাদের - TopicsExpress



          

এইত কিছু দিন হবে, আমাদের সো কলড বন্ধু কলকাতা আমাদের সাথে যৌথ প্রযোজনা করতে চাইতনা কিন্তু তাদের ছবি আমাদের দেশে ঢুকানোর কম চেষ্টা করে নাই, কিন্তু এই কিছুদিন ধরে অশোক পাতি আর অন্যান্য ভারতীয় প্রোডাকশন হাউস দের বাংলাদেশ এ সাথে যৌথ প্রযোজনা করার তাগিদ অনেক বেড়ে গেছে, আমি সুধু চেয়েছি তোমায় রিলিজ হওয়ার পর অশোক পাতি (এসকে মুভিস) বলে কি যৌথ প্রযোজনা দোনো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে. আমাদের ইন্ডাস্ট্রির জন্য এত দরদ বাড়ার কারণ কি. আসল কথা হচ্ছে যে যৌথ প্রযোজনা এখন সুধু টলিউড এই জন্য ভালো, এইটাই একটা পথ টলিউড ফিল্ম হিট করার. কারণ আমরা ১৭ কোটি বাংলাদেশী যথেষ্ট আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কে নতুন রূপ দিতে. কলকাতার সাথে বাংলাদেশের যৌথ প্রযোজনা করা এমন হবে যে বলিউড এর সাথে টলিউড এর যৌথ প্রযোজনা কারণ আমি কোটি টাকার বাজি ধরতে পারি, যে আগামী পাঁচ বছরের মধ্যে কলকাতায় বাংলাদেশী ছবি চালানো নিয়ে কথা চলবে. আর ৫ বছরের মধ্যে ৫০০ হলে বাংলা ছবি রিলিজ হওয়া সাধারণ হবে, আমাদের মিনিমাম বাজেট ১০ কোটি হবে. আমাদের ছবি বিশ্বে চলবে. আজ আমি খুব অত্তবিশাসী কারণ আমরা আর বদিউল আলম খোকন, পি এ কাজলএ আটকে নেই, আজ আমাদের আছে আশিকুর রহমান, ইফতাকার চৌধুরী, স্বপন আহমেদ, মোস্তফা কামাল রাজ এর মত আগামী দিনের প্রখ্যাত ডিরেক্টরস, টাইগার মিডিয়া, মনসুন ফিল্মস, জাজ মাল্টিমিডিয়া, পিং পং এন্টারটেইনমেন্ট এর মত আগামী দিনের বড় প্রোডাকশন হাউস, আর সবচেয়ে বড় পাব হচ্ছে, আপনাদের মত দেশপ্রেমী দর্শক, যারা বাংলাদেশকে গ্লোবাল প্লাটফর্ম এর নেয়ার জন্য তত্পর. সাকিব খানের হিটম্যান আর আরেফিন শুভোর কিস্তিমাত আর ব্যবসা দেখে আমি খুব আশাবাদী, বাংলাদেশের চলচ্চিত্রের সুদিন এখন দরজায় খট খট করছে. আগামী রোজার ঈদ এ বুঝতে পারবেন বাংলাদেশের ফিল্ম এখন কোন পর্যায়ে. তাহলে বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ এর অংশ হতে প্রস্তুত হয়ে যান. মিশন#GlobalizationOfBanglaCinema
Posted on: Fri, 10 Oct 2014 18:57:18 +0000

Trending Topics



Desde este punto de vista lejano, la Tierra puede no parecer de
As I sit here watching my Precious Daughter Sleep... Im thinking
PERSONAL SUPPORT WORKERS, CAUGHT IN THE MIDDLE. Posted on August
Cyber Monday Deals $$ SoDo Tek TM Replacment AC Adapter Power
Toni Garcia shares: As many of you see.. Plexus has COMPLETELY

Recently Viewed Topics




© 2015