এক অমিত শাহের তিন রকমের - TopicsExpress



          

এক অমিত শাহের তিন রকমের কন্ঠস্বর, দালাল মিডিয়ার দালালী ফাস.. ভারতের বিজেপি প্রধান অমিত শাহ বিএনপি চেয়ারপারসনের সাথে আদৗ কথা বলছেন কিনা, তা নিয়ে জনমনে ব্যাপক আলোচনা চলছে। একটা দলের প্রধান আরেক দেশের আরেকটি দলের প্রধানের সাথে ফোনে কথা বলতেই পারেন। তাতে খুব বিরাট ক্ষতি লাভ হয় না। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব বিষয়টা প্রবাশ করার পরেই আওয়ামী শিবিরে প্রবল উত্তেজনা দেখা দেয়। তারা সাথে সাথেই রিআ্যাকশন দেখায় যে অমিত বাবু কথা বলনেনি, বলতেই পারেন না। এটা প্রমানের জন্য তারা কলকাতায় ও ভারতের বিভিন্ন নেতার নাম ব্যবহার করে বোঝাতে চাইছেন যে, বিএনপির দাবী করা ফোনের আলাপটি মিথ্যা। এই কোরাসে যোগ দেয় ঢাকার দু’টি বেসরকারী টিভি চ্যানেল ২৪ আওয়ার্স ও চ্যানেল ৭১। তারা প্রকাশ করছে ২০ ঘন্টা চেষ্টা করে অমিত শাহের সাথে কথা বলে তারা জেনেছেন, অমিত শাহ কথা বলেননি খালেদা জিয়ার সাথে। এর প্রমান হিসাবে তারা কিছু কথাপোকথন প্রকাশ করে। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে দু’টি চ্যানেলের কথিত অমিত শাহের কন্ঠ দু’রকম। এমনকি অনলাইনে অমিত শাহের যেসব কথাবার্তা আছে, ঐ কন্ঠের সাথেও চ্যানেল দু’টির কন্ঠ মিলে না। তার মানে এটা পরিস্কার যে, চ্যানেল ২৪ আওয়ার্স ও চ্যানেল ৭১ এর দাবী করা তথ্যপ্রমানের কোনো সত্যতা নাই। কোনো ভুয়া লোককে অমিত বানিয়ে তারা এটা চালাচ্ছে। অন্যদিকে ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার, ইকোনোমিক টাইমস, জিনিউজের সহযোগি প্রতিষ্ঠান DNA আগেই প্রকাশ করেছে খালেদা-অমিত টেলিফোন সংবাদ। dnaindia/india/report-bjp-president-amit-shah-calls-bangladesh-s-opposition-leader-khaleda-zia-2050948 একটি সত্য ঘটনাকে মিথ্যা বানানোতে আওয়ামীদের পারঙ্গমতা সবচেয়ে নিকৃষ্ট। এদের সাথে তাল মিলাতে গিয়ে সময় নষ্ট না করে আসুন কাজের কাজটি করি- অবরোধ করি। >
Posted on: Sun, 11 Jan 2015 05:36:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015