এক আমেরিকান - TopicsExpress



          

এক আমেরিকান মহিলার কান্না : একদিন আমেরিকার একটি মসজিদে মাগরিবের নামাজ শেষ হয়েছে। তখন একটি মেয়ে এসে এক জনকে জিজ্ঞাসা করল ইংরেজি জান? সে বলল হ্যা জানি। মেয়েটি বলল, তোমরা এখানে কী করলে? সে বললো, আমরা ইবাদত করলাম। মেয়েটি বললো, আজ তো রোববার নয়, আজ কীসের ইবাদত? লোকটি বলল, আমরা দিনে ৫ বার প্রভুর ইবাদত করি। মেয়েটি বলল, এতো অনেক বেশি। তারপর একজন তাকে ইসলাম সম্পর্কে কিছু ধারণা দিল। কথাবার্তা শোনার পর মেয়েটি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল। লোকটি বলল, আমি তো আপনার সাথে হাত মিলাতে পারব না। দুঃখিত! মেয়েটি বলল কেন? যুবকটি বলল, আমার এই হাত আমার স্ত্রীর আমানত, এই হাতটি দিয়ে আমি কেবল আমার স্ত্রীকে স্পর্শ করি, এই হাত দিয়ে আমি তাকে ব্যতীত অন্য কোন নারীকে স্পর্শ করতে পারি না। এ কথা শোনার পর মেয়েটি চিৎকার করে উঠে এবং আর কাঁদতে কাঁদতে বলতে থাক স্বামী সে মেয়েটি কত ভাগ্যবান! হায়! যদি আমাদের আমেরিকা- ইউরোপের পুরুষরাও এমন সৎ হত! ** পাশ্চাত্যের অন্ধ অনুসরণ পরিহার করুন-
Posted on: Sun, 25 Aug 2013 08:30:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015