এক ছেলে মন খারাপ করে দরজা - TopicsExpress



          

এক ছেলে মন খারাপ করে দরজা বন্ধ করে বসে রইল, আর দরজার বাইরে লিখে রাখলো....I am upset. Dont disturb me. প্রেমিকা আসলো, দেখে ফিরে গেলো । বাবা মা আসলো, দেখে আর ঘাঁটাল না । কিন্তু , বন্ধুরা এসে ভিতরে ঢুকে বলল, সরি দোস্ত, জানিস ই তো ইংলিশে কত কাঁচা, তার উপর ইংলিশ কোচিংও তো ফাঁকি দেই। কিসব লিখে রাখছিস বুঝি ও তো না। এখন বল Upset কি জন্য? আসলেই বন্ধুত্ব অসাধারন একটা সম্পর্ক....!!
Posted on: Tue, 13 Jan 2015 10:31:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015