এক ঝলকে দেখে নেই শিখে নেই - TopicsExpress



          

এক ঝলকে দেখে নেই শিখে নেই ::: ইংরেজি এই Expression গুলো আপনি বাংলা কথা বলার সময়ও ব্যবহার করতে পারেন::: By the way..= ও,ভাল কথা.. Oh,that makes me think of...এ থেকে একটা কথা মনে পড়ছে... Oh,i forgot to mention... ঐ দেখ,ভুলেই গিয়েছিলাম... To change the subject... একটু প্রসঙ্গ পাল্টে রাখা যাক... As an aside... প্রসঙ্গান্তরে বলে নেয়া যায়... Let me digress...একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক... But one thing before that...কিন্তু তার আগে একটা কথা... বি:দ্র: Like , share & Commets না করলে পরবর্তীতে আপনার Home Page আসবেনা, তাই Like & Commets দিতে Miss করবেন না।
Posted on: Fri, 22 Aug 2014 03:42:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015