এক তরুণ সাইকেল চড়ে - TopicsExpress



          

এক তরুণ সাইকেল চড়ে যাচ্ছিল। হঠাৎ তার সাইকেলের চেইন টা ছিঁড়ে গেল। কী করবে ভাবছে। এমন সময় তার বন্ধু গাড়ি চালিয়ে সেখানে উপস্থি হল এবং বিপদগ্রস্ত বন্ধুকে সাইকেলে চড়তে বলে সাই দড়ি দিয়ে গাড়ির পিছনের দিককার বাম্পারের সঙ্গে বেঁধে নিল। তারপর আস্তে আস্তে গাড়ি চালাতে ল ইতোমধ্যে একটি আধুনিকা স্পোর্ট কার চালিয়ে তার গাড়িকে ওভারটেক করে চলে গেল। গাড়ি চালক সবকিছু ভুলে মেয়েটিকে পেছনে ফেলা চেষ্টায় স্পিড বাড়িয়ে দিল। সাইকেল আরোহী বন্ধু বিপন্ন হয়ে ঘন ঘন বেল দিতে লাগল। এ অবস্থায় তারা একটি পুলিশ বক্স অতিক্রম করল। সেই পুলিশ বক্স থেকে একজন পরবর্তী পুলিশ বক্সে ফোন করল, “হাইওয়ে দিয়ে একটি মেয়ে ষাট মাইল স্পিডে একটি স্পোর্টস কার চালিয়ে নিয়ে যাচ্ছে। ওকে ছেড়ে দাও। তার পেছন- পেছন এক ছোকড়া ষাট মাইল স্পিডে এক টয়োটা চালাচ্ছে – ওকেও ছেড়ে দাও। ওদের পেছনে আরেক ছোকরা ষাট মাইল স্পিডে সাইকেল তো চালাচ্ছেই – তারপরও সাইড দেবার জন্য ঘন ঘন বেল বাজাচ্ছে। ওই ব্যাটাকে ধর।
Posted on: Thu, 29 Aug 2013 08:27:23 +0000

Trending Topics



yle="min-height:30px;">
Hansa & Prafulllll-DICTIONARY Enjoyyyyyyyyyyyyyyyyyyy.. ultimate
Q pling g suka kalo ada org mau ikut urusan org aplgi tnya2
fast online money transfers
Nepal ma chamkeko Raw barz dekhera India le garyo Rap battle! Ra
TO ALL HEALTH CARE PROVIDERS !!! BLS and ACLS. 4,900Php Only
WINNING DEBATES FOR DUMMIES: A Guide for Muslims to win and debate
The Work By Adam Bull Once I had completed some of the basic
رسالة من مصدر بالجيش اوعوا تفتكروا

Recently Viewed Topics




© 2015