এক নজরে বাংলাদেশ সরকারি - TopicsExpress



          

এক নজরে বাংলাদেশ সরকারি নাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (Peoples Republic of Bangladesh) সরকার পদ্ধতি- সংসদীয় গণতন্ত্র/সরকার সংসদ- এককক্ষ বিশিষ্ট আয়তন- ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার জনসংখ্যা- ১৬,১০,৮৩,৮০৪ (২০১২) ১৪,২৩,১৯,০০০ (প্রাথমিক জনসংখ্যা রিপোর্ট) ১৫,৭৯,০০,০০০ (অর্থনৈতিক সমীক্ষা ২০১১) রাজধানী- ঢাকা মুদ্রা- টাকা মোট সীমা- ৫,১৩৮ কিলোমিটার গড় আয়ু- ৬০(৬০.২৫) বছর (৬৭.২ বছর; অর্থনৈতিক সমীক্ষা ২০১১) স্বাক্ষরতার হার- ৫৬.৭% (অর্থনৈতিক সমীক্ষা ২০১১) মাথাপিছু আয়- ৮১৮ মার্কিন ডলার (অর্থনৈতিক সমীক্ষা ২০১১) স্থানীয় সময়- গ্রিনিচ সময়ের চেয়ে ৬ ঘণ্টা আগে (গ্রিনিচ +৬) ধর্ম- মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য বিভাগ- ৭টি (সর্বশেষ বিভাগ- রংপুর) জেলা- ৬৪টি উপজেলা- ৪৮৩টি (সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ার মির্জাপুর, বর্তমান নাম বিজয়নগর) * ৪৮৪ তম উপজেলা কুমিল্লার ভাঙ্গুরা থানা- ৬০৩টি ইউনিয়ন- ৪৪৮৫টি গ্রাম- ৮৭৩১৯টি সিটি কর্পোরেশন- ৮টি (সর্বশেষ- নারায়ণগঞ্জ, ৭ম; কুমিল্লা, ৮ম) সর্ব উত্তরের জেলা- পঞ্চগড় (থানা- তেঁতুলিয়া) সর্ব দক্ষিণের জেলা- কক্সবাজার (থানা- টেকনাফ) সর্ব পশ্চিমের জেলা- চাঁপাই নবাবগঞ্জ (থানা- শিবগঞ্জ) সর্ব পূর্বের জেলা- বান্দরবান (থানা- থানচি) সর্ব দক্ষিণের স্থান- ছেঁড়া দ্বীপ (সেন্ট মার্টিন দ্বীপ) আয়তনে সবচেয়ে বড় জেলা- রাঙামাটি আয়তনে সবচেয়ে ছোট জেলা- মেহেরপুর জনসংখ্যায় সবচেয়ে বড় জেলা- ঢাকা জনসংখ্যায় সবচেয়ে ছোট জেলা- বান্দরবান বৃহত্তম পাহাড়- গারো পাহাড় (ময়মনসিংহ জেলায়) উচ্চতম পর্বতশৃঙ্গ- তাজিনডং বা বিজয় (বান্দরবান জেলায়) বাংলাদেশের পাহাড়গুলো গঠিত- টারশিয়ারি যুগে বাংলাদেশের উপর দিয়ে গেছে- কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer) সোয়াচ অব নো গ্রাউন্ড- বঙ্গোপসাগরে
Posted on: Wed, 09 Oct 2013 18:41:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015