এক নজরে সার্ক কয়দিন আগে - TopicsExpress



          

এক নজরে সার্ক কয়দিন আগে নেপালে ১৮তম সার্ক সম্মেলন হয়ে গেল জেনে নিন সার্ক সম্পর্কেঃ ১.SAARC-এর পূর্ণরূপ : SouthAsian Association for Regional Co-operation. ২. সার্ক আনুষ্ঠানিকভাবে গঠিত হয় : ৮ ডিসেম্বর ১৯৮৫। ৩. সার্ক সচিবালয় অবস্থিত : কাঠমান্ডু,নেপাল । ৪.২০০৪ সালে প্রথম সার্কপদক লাভ করেন : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ৫.সার্কের রূপকারছিলেন : বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ৬.সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? উঃ বাংলাদেশের আবুলআহসান। ৭. সার্কের বর্তমানমহাসচিবে র নাম : আহমেদ সালিম (মালদ্বীপ) ৮. সার্কভূক্ত দেশ : ৮টি।বাংলাদেশ, ভারত,পাকিস্তান, শ্রীলংকা,নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান। ৯. সার্কের সর্বশেষ বা অষ্টম সদস্য দেশ :আফগানিস্তান (৩ এপ্রিল২০০৭)। ১০. সার্কের পর্যবেক্ষকে রমর্যাদা দেয়া হয়েছে কোন কোন দেশ ও সংস্থাকে : চীন, জাপান,যুক্তরাষ্ ট্র,দ. কোরিয়া, ইরান,মরিশাস, মিয়ানমার,অষ্ট্ রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নকে। ১১.সার্ক সদস্যদেশগুলোকে সহযোগিতা করে>> ১৩টি ক্ষেত্রে এ পর্যন্ত ঢাকায় সার্ক শীর্ষ সম্মেলন হয় >> ৩বার(১৯৮৫,১৯৯৩, ২০০৫) ১২.কোন দেশ সার্কপোল গঠনের প্রস্তাব করে : নেপাল (২০০৭ সালে)। ১৩.সার্ক ব্যাংক গঠনের প্রস্তাবক কে> ভারত ১৪.সার্ক বিশ্ব্ববিদ্যালয় কোথায় অবস্থিত?.>. দিল্লি, ভারত ১৫.সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র>> ঢাকা , বাংলাদেশ ১৬.সার্ক কৃষি তথ্যকেন্দ্র>> >>>>>>>ঢাকা, বাংলাদেশ ১৭.সার্ক তথ্য কেন্দ্র>> >>>>>>>>>>কাঠমা ন্ডু.নেপাল ১৮.সার্ক সাংস্কৃতিক কেন্দ্র>>>>>>>> কলম্বো, শ্রীলঙ্কা ১৯.সার্ক মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র>>.ইসলাম াবাদ, পাকিস্তান ২০.সার্ক জ্বালানি কেন্দ্র>>>>>>>> >>> পাকিস্তান ২১.সার্ক ডকুমেন্টেশন সেন্টার >>>>>> নয়া দিল্লি, ভারত ২২.সার্ক বন কেন্দ্র>>>>>>>> >>>থিম্পু,ভুটান ২৩.সার্ক যক্ষা কেন্দ্র>>>>>>>> >>>কাঠমান্ডু.নে পাল
Posted on: Sun, 30 Nov 2014 10:18:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015