একান্ত কোন মুহুত্বে - TopicsExpress



          

একান্ত কোন মুহুত্বে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নিজামউদ্দিন কায়সার ভাইয়ের সাথে সাংগঠনিক বিষয়ে কথোপকথন চলছিল। তিনি সংগঠনিক বিষয়ে দিক নির্দেশনা মূলক কথা বলছিলেন। আলোচনার বিষয়বস্তু ছিল Quality and Quantity। আমার প্রশ্ন ছিল Quality সম্পন্ন মানুষ কেন রাজনীতিতে পিছিয়ে ? তারা যদি রাজনীতিতে না আসে তাহলে এক সময় রাজনৈতিক নেতৃত্ব শূন্যতা সৃষ্টি হবে। আবার দলীয় সংগঠনিক শক্তি বৃদ্ধিতে Quantity বৃদ্ধির কোন বিকল্প নেই। Quantity বৃদ্ধি করতে গেলে Quality সম্পন্ন মানুষের জন্য রাজনৈতিক পরিস্থিতি প্রতিকুলে চলে যায়। এই সমস্যার সমাধান কি ??? তখন তিনি বলেন... সমাজে ভাল খারাপ দুই ধরনের মানুষই আছে। রাজনীতি হচ্ছে একটি রেল গাড়ির মতো। রেলগাড়ি যেমন দুটি লোহার পাতের উপর চলে তেমনি রাজনীতিয়ো এই দুই ধারার মানুষের উপর নির্ভরশীল। এই দুই লোহদন্ডের যদি কোন সমস্যা হয় তাহলে যেমন রেলগাড়ি চলবেনা ঠিক তেমনি যদি সমাজের ভাল খারাপ মানুষের মাঝে সমন্নয় সৃষ্টি করা না হয় তাহলে রাজনীতির গাড়ি চলবেনা।
Posted on: Sun, 20 Apr 2014 04:16:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015