এক পলক তাকান ,কাজে - TopicsExpress



          

এক পলক তাকান ,কাজে দেবে দৈনন্দিন বিজ্ঞান: ----------------------------- ১. পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী গন্ধক যৌগের নাম কী? উ. হাইড্রোজেন সালফাইড। ২. বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কমে না বাড়ে? উ. একই হয়। ৩. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী? উ. ট্যাকোমিটার। ৪. তড়িৎশক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয় যে যন্ত্রের মাধ্যমে- উ. লাউড স্পিকার। ৫. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উ. ৮.৩২সেকেন্ড/ ৮.২০ সেকেন্ড। ৬. ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে? উ. ছায়াবৃত্ত। ৭. পাহাড়ের ওপর রান্না করতে সময় বেশি লাগার কারণ কী? উ. পাহাড়ের ওপর বায়ুর চাপ কম বলে। ৮. রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী? উ. মাইক্রোওয়েভ। ৯. চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন? উ. চাঁদে বায়ুমণ্ডল নেই বলে। ১০. স্বর্ণের খাদ বের করতে যে এসিড ব্যবহার করা হয়? উ. নাইট্রিক এসিড। ১১.সূর্যগ্রহণ হয়> অমবস্যার তিথিতে ।এসময় পৃথিবী ,সূর্য ও চন্দ্র একই সরলরেখায় থাকে। তবে সূর্য ও পৃথিবীর মাঝে চন্দ্র থাকে।ফলে চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে। ১৩.চন্দ্রগ্রহণ হয়> পূর্ণিমার তিথিতে। সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী অবস্থান করে। ফলে পৃথিবীর ছায়া চাঁদে পড়ে। ১৪.সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে -- ২৫দিন Admin Simon For more info পড়ালেখার বিকল্প নেই Bcs & Bank + other jobs preparation page
Posted on: Sun, 28 Sep 2014 02:55:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015