এক বাড়িতে দুই লোক বেড়াতে - TopicsExpress



          

এক বাড়িতে দুই লোক বেড়াতে গেছেন , সকালে নাস্তা করার আগে তারা গোসল করবেন ৷ এক জন পুকুরে গেছেন গোসল করতে , বাড়ির কর্তা এসে ২য় জনকে প্রশ্ন করলো , শুনলাম উনি নাকি বড় ক্যাডার ? ২য়জন উত্তর দিলেন ধুর সেতো একটা ছাগল এইবার সেই ১ম জন গোসল শেষে ঘরে ফিরে বাড়ি আসলেন , ১ম জনকে ও বাড়ির কর্তা একই প্রশ্ন করলেন উত্তরে ১ম জন বলল ধুর সেতো একটা গরু নাস্তার টেবিলে দুজনকে খেতে দেওয়া হলো কাঠালপাতা , ঘাস ৷ দুজনতো বেশ রেগে গেল , ওই মিয়া আমাগোরে গরু- ছাগল পাইছেন ? এইবার কর্তা উত্তর দিল আপনি বললেন উনি একটা ছাগল আর উনি বলল আপনি একটা গরু ৷ নিজের ভুল বুঝতে পেরে দুজনে শপথ নিল আর একে অন্যের দোষ বলবেনা ; আমাদের দেশের বড় দুইটা দলের হলো এমন অবস্থা , একজন অন্যজনের উপর দোষ চাপিয়ে বেড়ায়, নিজের ভুল বুঝেনা ৷ সময় এসেছে , সামনে নির্বাচন ; আমরা জনগণ যদি কাঠাল পাতা আর ঘাস দিতে না পারি ওরা ওদের ভুল বুঝতে পারবেনা ৷ #vampiire
Posted on: Fri, 25 Oct 2013 17:41:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015