এক ভদ্রলোক খুব আফসোস করে - TopicsExpress



          

এক ভদ্রলোক খুব আফসোস করে বলছিলেনঃ এখন কত বড় বড় ডাক্তার। এফসিপিএস, এমএস, এমডি কত বড় বড় সাইন বোর্ড। সাইন বোর্ড দেখে এক ডাক্তারের কাছে গেলাম আমার বাবাকে নিয়ে। অপারেশানের পর বাবার অবস্থা খারাপ হয়ে গেলো। আমার বাবাকে মেরেই ফেললো ডাক্তার। শুনে কিছুক্ষন গালে হাত দিয়ে বসে ছিলাম। নতুন কিছু নাহ। বাংলাদেশে যেখানে সাংবাদিক, আইনজীবি, পুলিসরা মেডিকেল এরোর এবং মেডিকেল কম্পলিকেশান টার্ম দুটো আলাদা করতে পারে না সেখানে একজন অতি সাধারন মানুষের পক্ষেও সেটা করা সম্ভব নাহ। অবস্থা এমন দাড়িয়েছে যে রোগির কিছু হলেই সরাসরি চিকিতসককে দায়ী করা হয়। ভদ্রলোক সাইন বোর্ডের কথা বলছিলেন। আমি উনাকে জিজ্ঞাসা করলাম সিগারেট খায় কিনা। উনি জানালেন দিনে ২ প্যাকেট খান। তাকে জিজ্ঞাসা করলাম প্যাকেটের গায়ে সতর্কিকরন লিখাটা পড়েছেন কিনা। উনি জানালেন উনি পড়েছেন। এবার তার দিকে প্রশ্ন ছুড়ে দিলাম ডাক্তাররা তাদের ভিজিটিং কার্ড বা সাইনবোর্ডে এরকম সংবিধিবদ্ধ সতর্কিকরন বিজ্ঞাপন দিলে ভালো হতো কিনা? কারন সত্যি বলতে চিকিতসকদের পক্ষে সব সময় রোগিকে পুরোপুরি সুস্থ করা সম্ভব হয় না, আনএক্সপেক্টেড কম্পলিকেশান হতে পারে এবং এর জন্যে চিকিতসকদের কসাই উপাধি পাওয়া টা মোটেও লজিকাল না। এমনকি মেডিকেল এরোর হলেও না। কারন চিকিতসকরা ও হিউম্যান এবং হিউম্যান এরই এরোর হয়। কসাই উপাধি কাদের মোল্লাদের জন্যেই তুলে রাখা হোক, কারন তারা ঠান্ডা মাথায় মানুষ খুন করেছে। ভদ্রলোক চলে যাবার পর আমি ভাবতে থাকলাম যদি সত্যি চিকিতসকরা তাদের ভিজিটিং কার্ড বা সাইনবোর্ডে কোনো সতর্কিকরন সাইন লিখতেন তাহলে কেমন হতো? যেমন আমাদের প্রিয় নাজিম ভাই এর সাইনবোর্ড হতোঃ ডাঃ মোঃ নাজিম উদ্দিন, এমবিবিএস, এফসিপিএস ( ফিজিকাল মেডিসিন ), বাত ব্যাথা প্যারালাইসিস বিশেষজ্ঞ। *** ব্যাথা বাইরা গেলে আমার দোষ নাই। আমার সাইনবোর্ড করার মত যোজ্ঞতা নাই। থাকলে দিতামঃ ডাঃ মোঃ সরওয়ার আলম, এমবিবিএস। ইউ মাইট এন্ড আপ হেয়ার==>> ( একটা কবরের ছবি ) ।
Posted on: Thu, 28 Nov 2013 09:54:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015