এক মেয়েকে এক ছেলে - TopicsExpress



          

এক মেয়েকে এক ছেলে অতিরিক্ত মাত্রায় পাগলের মত ভালোবাসে। ত যে মেয়েকে ছেলেটা ভালোবাসে সেই মেয়েটা ছেলেটাকে পরীক্ষা করার জন্য একদিন বলল যে, তুমি যদি তোমার মায়ের কলিজা নিয়ে এসে আমায় দেখাতে পারো তাহলে বুঝবো যে তুমি আমায় ভালোবাসো। ছেলেটা মেয়েটার কথামত সেই কাজে মন দিলো। কোনো ভাবনা, চিন্তা ছাড়াই সে সিদ্ধান্ত নিলো যে করেই হোক তাকে তার মায়ের কলিজা নিয়ে তার ভালোবাসার মানুষকে দেখাতে হবে। অতঃপর সেই ছেলে তার মায়ের কলিজা নিয়ে তার ভালোবাসার মানুষটিকে দেখালো। মেয়েটি ছেলেটির কাজ দেখে অবাক হয়ে গেলো এবং মনে মনে বলতে লাগলো আমি কেনো তাকে এই পরীক্ষা করতে গেলাম। তখন ছেলেটা বলল তোমার মত মেয়ে হারিয়ে গেলেও, আরো অনেক মেয়ে পাবো। কিন্তু যিনি আমার জন্মধারিনী মা, যার জন্য এই পৃথিবীর আলো দেখা তাকে হারালে আর কোনোদিন ফিরে পাবো না। নাই বা পেলাম তোমার ভালোবাসা। মেয়েটি কাঁদো কাঁদো স্বরে বলল তাহলে ঐ কলিজাটা? ছেলেটা বলল ঐ কলিজাটা হলো একটা ছাগলের। মোরালঃ- ===== ভালোবাসায় কোনো পরীক্ষা নেওয়া উচিৎ নয়। আর কোনো ছেল/ মেয়ে যদি ভালোবাসায় এরকম বা অন্য কোন পরীক্ষার কথা বলে তাহলে তাকে প্রত্যাখ্যান করুন। কারনঃ ভালোবাসা এভাবে হয় না। ****************** বিঃদ্রঃ পোষ্টটা কেমেন লেগেছে আপনার? কমেন্ট (Comment) করতে ভূলবেন না। আপনার যদি লিখতে কষ্ট হয়, তাহলে সংক্ষেপে T=(thanks). G=(good). B=(bad). লিখে কমেন্ট করবেন। তাহলে আর ভাল পোষ্টে নিয়ে হাজির হব । ধন্যবাদ
Posted on: Wed, 16 Jul 2014 04:37:50 +0000

Trending Topics



r>
Hate has 4 letters so does Love............. Enemies has 7
On our way to protest against Hungarian fascist (no overstatement)
Baby Blue Solid Color Pre-Tied Bow Tie... PW0FUO, NXC324,
Growing up, one of our nightly rituals was a glass of warm Golden
Knowing the magnetic declination of your area is important. For
“I adore the way fan fiction writers engage with and critique
DOBRY:) Wszyscy ludzie o wybitnej indywidualnośći,jakich
Swine Flu and Pig Borne Diseases (Public Health in the 21st
Managers with a history (years) of bullying behaviour gets away
So walkingaround walmart today i seen this fat lady,at least 450

Recently Viewed Topics




© 2015