এক যুবক নতুন বিয়ে করল। - TopicsExpress



          

এক যুবক নতুন বিয়ে করল। বিয়ের প্রথম দিনইস্বামী স্ত্রী যখন খেতে বসল। এমন সময় একভিক্ষুক হাজির হল। ভিক্ষুকটি খুব ক্ষুধার্তছিল এবং কিছু খাবার চাইল। স্বামী খুবরাগান্বিতহলো এবং ভিক্ষুকটিকে অকথ্য ভাষায়গালমন্দ ও অপমানকরে তাড়িয়ে দিল। অসহায় ভিক্ষুকচলে গেল। কিছুদিন পর স্বামী স্ত্রীরমাঝে ঝগড়া হল। এক পর্যায়ে তাদেরসংসার ভেঙ্গে গেল।স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল।স্ত্রী বাপের বাড়ি চলে গেল। কয়েকবছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায়মেয়ের বিয়ে দিল। নতুন স্বামীরসাথে শুরু হল তার জীবন। মেয়েটিরদ্বিতীয়স্বামী প্রথমটির চেয়ে অনেক ধনী ছিল।একদিনস্বামী স্ত্রী খেতে বসল।ইতিমধ্যে একজন ভিক্ষুক আসল।স্বামী স্ত্রীকে বললভিক্ষুককে ভিক্ষা দিয়ে আসো আমরা এখনহয় পরে পাবো কিন্তুসে পাবে কোথায়? যখনস্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাকহয়ে গেল! কারণ ভিক্ষুকটি ছিল তারপ্রথম স্বামী। মেয়েটি চোখেরপানি রাখতে পারল না।মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বললআমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শুনাবো।তারপর মেয়েটি তার প্রথম স্বামীরসাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল।তখন দ্বিতীয়স্বামী চোখেরপানি ছেড়ে দিয়ে বললআমি তোমাকে এর চাইতেও আশ্চর্যঘটনা শুনাবো। তুমি হয়ত শুনে অবাকহবে যে, ঐ দিন তোমরা যে অসহায়ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছিলে সেইঅসহায় লোকটি আমি।যিনি আজ তোমার ধনী স্বামী।উপদেশ: গরীব মুহূর্তের মধ্যেইধনী এবং ধনী মুহূর্তের মধ্যেই গরিবহতে পারে। তাইকখনো বাড়ি-গাড়ি,টাকা-কড়ি নিয়ে অহংকার করা উচিত নয়।।
Posted on: Sat, 27 Dec 2014 08:02:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015