এক শহরে একটি সুন্দর - TopicsExpress



          

এক শহরে একটি সুন্দর শিশুর জন্ম হয়। শিশুটি রুপে গুনে ছিল অসাধারন। আস্তে আস্তে শিশুটি বড় হয়। বড় হবার সাথে সাথে ছেলেটির সুচরিত্র ও অসাধারন প্রতিভা পুরো শহরে ছড়িয়ে পড়ে। এছাড়া দেখতেও রাজপুত্রের মত। সব দিক দিয়ে এগিয়ে। এদিকে ছেলেটি এবং তার পরিবার পড়েছে মহা ঝামেলায়,শহরের ধনাঢ্য ব্যাক্তিরা তাদের মেয়েকে বিয়ে দেবার জন্য উৎসুক। এছাড়া ঐ ধনীর দুলালীরা ঐ ছেলেকে বিয়ের জন্য পাগল। সবাইকে তো আর বিয়ে করা যাবেনা। এদিকে সবার মন রক্ষাও করতে হয়। কারন ঐ ছেলে কোনদিন কারো মনে কষ্ট দিত না। একদিন শহরের সব ধনাঢ্য ব্যাক্তির কন্যাদের ডেকে অনুষ্টানের আয়োজন করা হল।যাকে পছন্দ হবে তাকেই বিয়ে করবে ছেলেটি।সবাই খুব সেজেগুজে এসেছে। হঠাৎ একটি নোংরা ভিক্ষুক ভেতরে ঢোকে পড়ল,চেনা যাচ্ছেনা। ভিক্ষুক লোকটি ঢোকেই বলল,কেউ আমাকে এক গ্লাস পানি দিবেন? সব মেয়েরা থুথু করতে লাগল,কেউ আসল না। হঠাৎ একটি মেয়ে পানি নিয়ে আসল। বাকি সব মেয়েরা হাসাহাসি শুরু করল। কিছুক্ষন পর হাসি স্তব্দ,দেখা গেল ঐ লোকটি মেয়েটির হাতে আংটি পড়াচ্ছে।তার মানে ছদ্মবেশী ভিক্ষুক লোকটিই সেই ছেলেটি! Moral: ঘৃণায় ভালকিছু কখনই প্রাপ্তি হয়না।
Posted on: Mon, 08 Dec 2014 11:02:31 +0000

Trending Topics



"KOA MAIU NABA N ARANA" Aio bon te mwakoro n taeka ae e rangi ni
History of Muros The Muros township has been dated back to 1286.

Recently Viewed Topics




© 2015