একজন ফেসবুকারের - TopicsExpress



          

একজন ফেসবুকারের সাক্ষাৎকারঃ #আপনার নাম ৩য় মানব কেন? -এক্ষেত্রে ২ টা লজিক আছে।১ম লজিক এরকম,পৃথিবীর ১ম মানব ও ১ম মানবী থেকে ২য় মানবদের উৎপত্তি।ইতিহাস বলে,বাঙালিদের উৎপত্তি অনেক পড়ে ঘটে।তাদের ২য় মানবদের পরবর্তী বংসদর হিসেবে গণ্য করা হয়।তাই একজন বাঙ্গালী হিসেবে আমি ৩য় মানব। আর ২য় লজিক হোল,আমার family তে আমার বাবা বর্তমানে ১ম মানব,বড় ভাই ২য় মানব আর আমি ৩য় মানব!একটা তথ্য জানিয়ে রাখি রাশিফল বলে ৩য় মানবদের ভাগ্য অত্যন্ত ভালো,২য় মানবদের ভাগ্য খুব খারাপ হয়! #ফেসবুকে যে জিনিসটা আপনি সাধারণত করে থাকেন-- -আমি দিনে একটা করে স্ট্যাটাস দেয়ার চেষ্টা করি।স্ট্যাটাসের কাহিনী ৫০% বাস্তব আর ৫০% কল্পনা। #ফেসবুকে যে জিনিসটা অপছন্দ করেন-- -২ ঘণ্টা ধরে নখের ১২ টা বাজিয়ে স্ট্যাটাস লিখি ভাই,কেউ ভালমত পড়ে দেখে না।কেউ দয়া দেখিয়ে যদি পুরোটা ভুল করে পড়ে ফেলে,তাহলেও বিশাল লস খাইছে মনে করে ভালো-মন্দ কমেন্টও করে না।অন্যদিকে একটা মেয়ে feeling-upset টাইপের স্ট্যাটাস আপডেট করলে,মানুষ লাইক বাটন টিপতে টিপতে ভাইঙ্গা চুরমার করে দিতে চায়।কমেন্টের কথা তো বাদ দিলাম! #যে সিদ্ধান্তে অবিচল-- -৬ ঘণ্টা কলেজ আর ৭ টা প্রাইভেটের ফাঁকেও দিনে ১টা করে স্ট্যাটাস দেই মানুষ পইড়া দেখবে এই আশায় ,তারা পরবে না,না পড়ুক।আমি আমার মত লিখ্যাই যাবো..nehi rukhenga main,JAb TAk Hain JAan,JAb TAk HAin JAan... #ফেসবুকের কথা বাদ,রিয়েল লাইফে ক্যামন থাকতে পছন্দ করেন? -নিঃসঙ্গ..একা। #কার সান্নিধ্য অপছন্দ? -বন্ধু,আর মেয়ে #যে দৃশ্যটা বারবার দেখতে ইচ্ছা করে-- একটা শিউলি গাছ,গাছের নিচে শিউলি ফুলের লাল-সাদা কার্পেট।আমি বড় হেয়েছি একটা সরাকারি কোয়ার্টারে।বাংলাদেস সরকারের একটা বড় গুন হোল কিছু কিছু ক্ষেত্রে এরা কার্পণ্য করে না।আমি যে কোয়ার্টারে থাকতাম সেইটার আশেপাশে বিশাল ফাঁকা এরিয়া।সরাকার কোয়ার্টারের এরিয়া নিয়া কার্পণ্য করে নাই।কোয়ার্টারের পিছনে একটা পুকুর সামনে বিশাল মাঠ।মাঠের ঠিক মাজখানে একটা শিউলি গাছ,প্রতিদিন শিউলি গাছের নিচে লাল-সাদা অজস্র শিউলি পড়ে থাকত। #কি খেতে পছন্দ করেন? -আমি ভোজনরসিক টাইপের মানুষ না,যা দেয়া হয় তাই খাই,ভালো মন্দে আসক্তি নাই।তবে ভালো চায়ে বিশেস আসক্তি আছে।দুঃখের বিষয় আমার বাড়ির চা অত্যন্ত খারাপ ধরনের! #কি খেতে অপছন্দ? -মাছ।আমাদের নবিজি মাছ খেতেন না,মাছের আঁশতে গন্ধ উনার ভালো লাগে নাই।ইয়েমেন একবার তাকে মাছ খেতে দেয়া হয়েছিলো উনি খান নাই।আমারও মাছের গন্ধে অরুচি আছে,নবিজির যোগ্য উম্মত। #কোন জিনিসটা সবাই করে যেটা আপনি করেন না? -আমি সিগারেট খাইনা।তবে কেন এই জিনিস মানুষ খায় সেই সে রহস্য উদঘাটন করতে গিয়ে একদিন মুখে নিয়েছিলাম।রহস্য উধঘাটন করা সম্ভব হয় নাই। আমি ম্যানিব্যাগ use করি না। আমি রুমাল use করি না!সরি একটু ভুল হইল,আমি রুমাল use করতে চাই কিন্তু পারি না।এই বস্তুর সাথে আমার লাউ-কুমড়া সম্পর্ক।চলতি অর্ধ-বছরে আমি তিনটা রুমাল হারিয়েছি।৪ নম্বরটা হারানোর অপেক্ষায় আছে।
Posted on: Sat, 14 Sep 2013 14:21:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015