একজন যুবরাজের পড়াজয় - TopicsExpress



          

একজন যুবরাজের পড়াজয় :( বাংলায় একটি কথা আছে___ হাতি মারা গেলেও লাখ টাকা :P হ্যাঁ বলছি আর্জেন্টাইন যুবরাজ সারজিও আগোয়েরোর কথা :) বিশ্বকাপের আগেও আপনারা সবাই মেসি - রোনালদোর পরেই আগোয়েরোকে বিশ্বের ৩য় সেরা প্লেয়ার বলতেন :) কি এমন হলো এই যুবরাজের সাথে,হটাৎ ই হিরো থেকে জিরো হয়ে গেলেন !!! বিশ্বকাপের আগেই ইঞ্জুরির সাথে লড়াই করে বিশ্বকাপ দলে টিকে রইলেন,তারপর নিজেকে ফিরে পাবার যুদ্ধ :) আবার একি কান্ড ! বিশ্বকাপে চলাকালীন সময়ে ইঞ্জুরি :( নিজেকে আর ফিরে পাওয়া হলোনা,ফাইনাল ম্যাচে বার বার বল হারাচ্ছিলেন আর মাটিতে বসে পরছিলেন :( যুবরাজ যেন নিজেকেই নিজে চিনতে পারছিলেন না :( নিজের পড়াজয় এবং দলের পড়াজয় চেয়ে চেয়েই দেখলেম,ম্যাচ শেষে অঝরে কাঁদলেন :( নিজেকে ফিরে পাওয়া হলোনা,দলকেও আর সাহায্য করা হলোনা :( সারা দুনিয়ার মানুষ ভুলে গেলো এই যুবরাজের ডেডিকেশন,সবাই ভুলে গেলো এই যুবরাজের সকল অর্জন :( একটি খারাপ টুর্নামেন্ট বা বিশ্বকাপই যুবরাজ কে আকাশ থেকে মাড়িতে নিয়ে এলো :P ভুলে গেলে চলবেনা ! হাতি মারা গেলেও লাখ টাকা !!! যুবরাজ ফিরে আসবেই আগের চাইতেও ভয়ংকর রুপে :) কোপা আমেরিকা লিখবে ! একজন পরাজিত যুবরাজের ! বীরের মতো করে ফিরে আসার ইতিহাস :) আগোয়েরোর ক্ষমতা সমন্ধে কারো সন্দেহ নেই,এখন শুধু ফিরে আসার পালা :) :D
Posted on: Thu, 18 Sep 2014 18:55:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015