একজন হিন্দু ভাই - TopicsExpress



          

একজন হিন্দু ভাই স্ট্যাটাস দিয়েছেনঃ- “মিসর দেশটার অবস্থান বাংলাদেশে কিনা বুঝতে পারছিনা । সবাই দেখতেছি মিসর কেন্দ্রিক ষ্ট্যাটাস দিতেছে। যে মেয়েটা দুদিন আগেও Hi Friends, how r u? কিংবা উফ আজ সিরিয়াল দেখা হলোনা-এই টাইপের লুতুপুতু টাইপের ষ্ট্যাটাস মারত, সেও আজ মিসরের সেনা অভ্যুন্থান নিয়ে চিন্তিত। যে ছেলেটা ফেসবুকে সারাদিন শুধু প্রেমের ষ্ট্যাটাস ছাড়া কিছুই দিত না সেও আজ মিসরের অন্তর্বর্তী প্রসিডেন্ট হিসেবে শপথ নেয়া আদলি মানসুরের ভবিষ্যত কি? সেটা নিয়ে চিন্তিত। আহা বাংলাদেশ কে নিয়ে ভাবার মতো সময় কোন বাঙালিরেই নাই । আমরা সবাই এখন মিসর নিয়ে চিন্তিত। কিন্তু বস প্রশ্ন একটাই যে মিসর নিয়ে আমরা এত টেনশিত সেই মিসর বাংলাদেশের নাম জানেতো??” হিন্দু ভাইয়ের স্ট্যাটাস এখানেই শেষ। হিন্দু ভাই বলেছেন, আহা বাংলাদেশ কে নিয়ে ভাবার মতো সময় কোন বাঙালিরই নাই। -বাংলাদেশ নিয়ে ভাবার মতো সময় কোন বাঙালীর আছে কিনা জানিনা, তবে এতটুকু বলতে পারি বাংলাদেশে নিয়ে যদি কেউ সবচেয়ে বেশী ভাবে তবে সেটা- আমরা ইসলামপ্রিয় মুসলিম জনতাই। -আসলেই মিসর দেশটা বাংলাদেশের ভিতরে না, মিশরের মানুষগুলোকেও আমরা কখনো দেখিও নাই, তাঁদের সাথে এক মিনিট কথাও পর্যন্ত বলি নাই তারপরেও মিশরের মানুষগুলোর বিপর্যয়কে, দুঃখ-কষ্টকে নিজেদের বিপর্যয়, দুঃখ-কষ্ট মনে হচ্ছে কারণ একটাই-মিশরের মানুষগুলো আমাদের মুসলিম ভাই। একজন মুসলিম অপর মুসলিমের দুঃখকষ্টকে নিজের দুঃখ-কষ্টের মতো উপলব্ধি করবে-এটাই হচ্ছে ইসলামের মহান শিক্ষা। ইসলামে বর্ডার ভিত্তিক, জাতীয়তা ভিত্তিক মানবতার কোন স্থান নেই। ইসলামে মানবতা হচ্ছে-বৈশ্বিক, আদর্শ ভিত্তিক। এই জন্যেই ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, সিরিয়া , মিশর বা বিশ্বের অন্য কোথাও কোন মুসলিম ভাইদের রক্ত ঝরলে বাংলাদেশে নামক ভূখণ্ডে বসেও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আল্লাহ্‌র সাহায্য প্রার্থনায় দুই হাত তুলতে হয়। -আর ইসলাম আমাদের এমনটিই শিক্ষা দেয়। এটাই হচ্ছে ইসলামের সুমহান আদর্শ।
Posted on: Sat, 06 Jul 2013 06:56:14 +0000

Trending Topics



GUSTA ALGUNO Y UNETE
super bowl flower commercial
Yesterday was a record setter. We received 12 if the " toll free
Tell us how to make Smores? Holy crap, we pay for this nonsense.
VOY LLEGANDO DEL PINCHE ESTADIO CON UN UN CHINGO DE CORAJE
primita ,,,,,,,,,o ne ibun keta bot demaiz nega lae hau mak
EL GATO SEGUNDA Creepypasta de terror Amantes del terror

Recently Viewed Topics




© 2015