একটা গল্প প্রচলিত - TopicsExpress



          

একটা গল্প প্রচলিত আছে... কাকরা সারাদিন মানুষের হাগু খেয়ে সন্ধার সময় বাসায় এসে বলে,আর কোনদিন মানুষের হাগু খাবো না। মাঝ রাতে যখন পেটে ক্ষুধার টান পড়ে তখন বলে,হাগু খেলে ভদ্র মানুষের খাবো। সকালে যখন আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না তখন বলে,হাগু যার পাবো তারি খাবো। ¤¤ আমরা রাজনীতি প্রিয় এক জাতি।ভোটের আগে আগে ভালো মন্দ বিচার না করে মাত্র কিছু ফায়দার লোভে বিক্রি হয়ে যাই অসত্‍ দুর্নীতিবাজদের হাতে। কিন্তু যখন ঐ লোকগুলো ক্ষমতায় আসার পর আর আমাদের খবর রাখে না তখন আমরা কপাল চাপড়াই।তখন আমরা বলি,আর বিক্রি হব না এসব অসত্‍ লোকদের কাছে। সরকারের ক্ষমতার মাঝ সময়ে এসে বিরোধি পক্ষকে খুব ভালো মনে করি।তখন বলি,বিক্রি হলে এদের কাছেই বিক্রি হবো। আমরা রাজনীতি প্রিয় এক জাতি হওয়ায় ভোটের আগে আগে বলি,বিক্রি হবো,লুটেপাটে খাবো যার পাবো তারই। ....এ এক অদ্ভূত সার্কেল।যে সার্কেলের পিঠে পিষ্ট আমাদের ভাগ্য,আমাদের স্বাধীনতা।
Posted on: Fri, 18 Oct 2013 16:19:27 +0000

Trending Topics



0px;"> THE NATIONAL WEATHER SERVICE IN LEAGUE CITY HAS ISSUED A *

Recently Viewed Topics




© 2015