একটি ছোট্ট ঘটনা - TopicsExpress



          

একটি ছোট্ট ঘটনা বলি, হাবিব সাহেব কোন এক এলাকার শিক্ষিত উচ্চ পদস্থ সাবেক কর্মকর্তা। পারিবারিক জীবনে অত্যান্ত সুখী ২ ছেলে মেয়ের গর্বিত পিতা... সদ্যই বিয়ে করিয়েছেন ছেলে কে... আর আছেন তার স্ত্রী... এই নিয়ে উনার ছোট্ট সুখের সংসার হাবিব সাহেব এর এলাকায় একবার তাবলীগ এর একটি জামাত আসল। হাবিব সাহেব ধর্মপ্রাণ মুসলিম। তিনি সদ্য রিটায়ার্ড করেছেন। এখন তার অফুরন্ত অবসর। বাসা থেক মসজিদ কাছে বলে ৫ ওয়াক্ত নামাজ মসজিদেই পড়েন। তাবলীগের সাথিরা তাকে ৪০ দিনে যাবার জন্য তশকিল করলেন... তিনি সাথে সাথেই রাজি হলেন না... বললেন বাসায় কথা বলে জানাব... নামাজ শেষে বাসায় ফিরে তিনি প্রথমেই স্ত্রী কে বললেন তাবলীগে যাওয়ার ইচ্ছার কথা... একথা শুনেই স্ত্রী আঁতকে উঠলেন... বললেন- না না অসম্ভব আমি এই বুড়ো বয়সে ত্তোমাকে একা ছাড়ব না... আর এত বছর পর তোমাকে কাছে পেয়েছি দুজনে গল্প গুজব করে সময় কাটাব তুমি চলে গেলে কি করে হবে... তাবলীগের কথা শুনে ছেলে বলল - না বাবা তোমার এই বয়সে বস্তা নিয়ে ঘোরাঘুরি শরীরের জন্য খুব ক্ষতিকর... যাওয়ার দরকার নেই... তোমার কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারব না (কাঁদো কাঁদো গলায়) সব শুনে মেয়ে বলল - না বাবা তোমাকে না দেখে আমি একটা দিনও থাকতে পারব না... তোমার যাওয়া চলবে না... ছেলের বউ বলল - বাবা আমি মাত্র বউ হয়ে এলাম আপনার সেবাও ঠিক মত করতে পারলাম না... আপনি এত দ্বীনের জন্য চলে গেলে আমার খুব কষ্ট হবে... যাক সব কিছু শুনে হাবিব সাহেব যাওয়ার চিন্তা বাদ দিলেন এবং তিনি মসজিদে গিয়ে আমির সাহেব কে বললেন - সরি আমির সাহেব আমি তো যেতে পাড়ছি না... আমার পরিবারের লোকজন আমাকে অনেক ভালোবাসে... তাদের আমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে... সব কথা শুনে আমির সাহেব বললেন - দেখুন হাবিব সাহেব এসবই দুনিয়াবী ধোঁকা... - কি বলতে চান আপনি (হাবিব সাহেব রাগত স্বরে) - শান্ত হোন আর এক কাজ করুন আজ বাসায় গিয়ে আমি যেভাবে বলব সেভাবে কাজ করুন এবং দেখুন আমার কথা সত্য নাকি মিথ্যা... -কি করতে হবে বলুন - আজ আপনি বাসায় গিয়ে বলবেন আপনার আমেরিকা তে চাকুরি হয়েছে ১০ লক্ষ টাকা বেতন... দেখুন আপনার পরিবার কি বলে... অতপর আমির সাহেবের কথা মত হাবিব সাহেব বাসায় গিয়ে বললেন... সব কিছু শুনে স্ত্রী বললঃ যাও যাও তুমি আমার কথা চিন্তা করো না... আমি সবাই কে নিয়ে ভালই থাকব... ছেলে বললঃ যাবে মানে ১০০ বার যাবে... এমন সুযোগ সবাই পায় না... এটা তো আমাদের সম্মানের ব্যাপার... এক্ষনি আমি তোমার তিকেট কেটে দিচ্ছি... মেয়ে বল্লঃ ওয়াও তুমি আমেরিকা যাবে... বাবা আমার জন্য অনেক কিছু আনবে কিন্তু দারাও লিস্ট করে দেই... আমার জন্য একটু ও মন খারাপ করবে না... আর স্কাইপ ে তো কথা হবেই... তুমি কোন চিন্তা করো না... ছেলের বঊ বললঃ বাবা আপনার কি কি লাগবে বলুন আজি আমি গুছিয়ে দিচ্ছি... আপনি আমাদের কথা একদম ভাববেন না... আমি সবাই কে ম্যানেজ করে নিব... সব শুনে হাবিব সাহেব তার পরিবারের সদস্য দের তার জন্য ভালোবাসার পরিমাপ খুব ভালো করে বুজলেন... এটাও বুজলেন সব ভালোবাসা শুধু দুনিয়ার টাকা পয়সার জন্য... তিনি সেদিন ই আল্লাহর রাস্তায় বের হলেন... বিঃ দ্রঃ আমাদের মাঝে কেঊ যদি চাকরির জন্য দেশের বাইরে বউ বাচ্চা রেখে বছরের পর বছর কাটাই তখন কেউ দলিল খুজি না কেউ বলি না যে এটা ইসলামের কোথায় আছে... কিন্তু যখন আল্লাহর কাজে বের হতে বলা হয় মাত্র ৪০ দিন বা চারমাসের জন্য তখন খুব জোর গলায় রেফারেন্স চাই.... খুব বড় গলায় বলি যে ইসলামে বৈরাগ্য নেই... তাহলে আমরা কি বুজলাম টাকা প্যসার জন্য পারলে সব দিয়ে দাও কিন্তু আল্লাহর জন্য কিছু নয় (নাউজুবিল্লাহ)
Posted on: Wed, 14 Aug 2013 06:39:06 +0000

Trending Topics



ght:30px;">
Loving Sai ram brothers and sisters! It was 6 years ago on 31
I have witnessed this ceremony in person and it is one of the most
HALLOWEEN O.. VISPERA DE TODOS LOS
This is why Obama is in office, because Paul Ryan was the other

Recently Viewed Topics




© 2015