একটা ছেলে একটা মেয়ে কে - TopicsExpress



          

একটা ছেলে একটা মেয়ে কে চায়,তাকে পছন্দ করে এবং অনেক ভালবাসে ...... কিন্ত ছেলেটা মেয়েটার সাথে কথা বলা তো দূরের কথা,মেয়েটাকে দেখারও সুযোগ পায়না...... কারন মেয়েটার বয়ফ্রেন্ড আছে...... কিছুদিন পর ছেলেটা ঐ মেয়েটিকে যখন একটু একটু করে ভুলতে শুরু করেছে,তখন সে অন্য একটি মেয়েকে একটু একটু পছন্দ করতে শুরু করল... তবে হ্যাঁ, শুধু তাকে পছন্দই করল...... কিন্তু আসতে আসতে করে এই মেয়েটার বেপারেও সে সেরিয়াস হয়ে উঠল...... কিন্তু ফলাফল আনতে গিয়ে শুনতে পেল ফলাফল বাতিল...!! অর্থাৎ এই মেয়েটারও বয়ফ্রেন্ড আছে... এখন ছেলেটা কি করবে...?? সে নতুন করে যে কাউকে ভালবাসবে,সে সাহস করতে পারছেনা...... আর একাকী-নিঃসঙ্গ জীবনও মেনে নিতে পারছেনা......... এই মুহূর্তে এই ছেলেটির কি করা উচিৎ...?? বন্ধুরা,এই প্রশ্নটি আমার এই বন্ধুটি আপনাদের প্রতি রেখেছেন...... আশা করি,আপনারা তাকে একটি সুন্দর সমাধান দিবেন...
Posted on: Thu, 24 Oct 2013 17:34:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015