একটি ছেলে একটি মেয়েকে like - TopicsExpress



          

একটি ছেলে একটি মেয়েকে like (পছন্দ) করতো.. কিন্তু বলতে hesitate(ইতস্তত) বোধ করতো.. একদিন সে decide(নির্ধারন) করল যে বলবে..তাই সে prepare(প্রস্তুত) হয়ে ঐ মেয়ের পিছন পিছন গেল.. কিন্তু এলাকার বড় ভাইরা তাকে threaten(হুমকি) দিল...সে মেয়েটার প্রতি আরো বেশি tend(ঝুঁকে পরা) হয়ে গেল..সে ঐ মেয়ের বান্ধবীদের সাহায্য নিলো.. তারা তাকে হেল্প করার জন্য agree(সম্মতি) দিল.. তারা pretend(ছল করা) করে মেয়েটাকে ছেলেটার সাথে কথা বলার plan(বুদ্ধি) বানাল...তারপর ছেলেটা সেই সন্ধিক্ষণে মেয়েটার সামনে appear(উপস্থিত) হল.. কিন্তু সে মেয়েটাকে দেখে সব কিছু forget(ভুলে যাওয়া) গেল..যা যা বলার expect(প্রত্যাশা করা) করেছিল তার কিছুই বলতে পারল না.. তাকে বোকার মত দাঁড়ায়া থাকতে seem(দেখা) গেল...তাই মেয়েটা তাকে refuse(বর্জন) করল.. . . . moral of the story: আপনি এই গল্প থেকে এমন কিছু vocabulary শিখলেন যার পরে infinitive verb হয়.. অর্থাৎ to+verb হয় -_-
Posted on: Wed, 03 Sep 2014 11:16:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015