একটা ছেলে একটা মেয়েকে - TopicsExpress



          

একটা ছেলে একটা মেয়েকে প্রতিদিন Disturb করত। ১দিন মেয়েটির মা জিজ্ঞেস করল আমার মেয়েকে Disturb কর কেন? ছেলে: আমি আপনার মেয়েকে ভালবাসি তাই। তুমি ওকে বিয়ে করবে? ছেলে: হ্যা। তাহলে ১শর্ত । ছেলে: কী? তুমি ৪০দিন পর্যন্ত একটানা নামাজ পড়বে এবং ওর পেছনে ঘুরবে না। ছেলে: ঠিক আছে। ৪০দিন পর ছেলেটা মেয়েটার মার কাছে গিয়ে হাজির। ছেলে: আপনার মেয়েকে এবার আমার সাথে বিয়ে দেন আমি আপনার শর্ত পালন করছি একটানা ৪০দিন পর্যন্ত নামাজ পড়েছি। মেয়েটির মা ভেবেছিল ছেলেটি ভাল হয়ে যাবে । মেয়েটির মা বলল , না । তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেব না। ছেলে: আমি জানতাম আপনি এরকম করবেন এজন্য আমিও ওযু ছাড়া নামাজ পড়েছি। (Ash unsung er kache sunechilam)
Posted on: Sun, 23 Jun 2013 17:37:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015