একটা ছেলের বয়স সবে ১৬৷ - TopicsExpress



          

একটা ছেলের বয়স সবে ১৬৷ জীবন কাকে বলে তা জানার আগেই সেই জীবনের সাথে জড়িয়ে নেয় আরেকটি জীবন৷ মেয়ের বয়স কেবল ১৪ কি ১৬৷ এক জীবনে পারিপার্শিক হাজার সমস্যা যে জীবনে আসতে পারে তা জানার আগেই সেও জড়িয়ে যায় এক নতুন জীবনে৷ বিশ্বাস কাকে বলে তার পরিপূর্ণ অর্থ না বুঝেই শুরু হয় দুটি জীবনের মাঝে তথাকথিত প্রেম৷ ডিজিটাল যুগে facebook তাদের সেই নির্বোধ প্রেম প্রকাশের অন্যতম স্থান৷ কোন relationship status এ দরদ দিয়ে প্রেম দেখানো, একসাথে হাজার বার একান্ত মূহুর্ত কাটানো, টাকার বিনিময়ে ভালবাসার লেনাদেনা ... এগুলোকে ভালবাসা বলেনা৷ রাস্তাঘাটে আজকাল প্রেম ভালবাসার যে নমুনা দেখতে পাই তা খুবই দুঃখজনক৷ পরিশেষে কোন একদিন বিচ্ছেদ৷ এবং বন্টনীয় ভালবাসা মোড় নেয় নানাবিধ চাওয়া পাওয়ার কাছে৷ আজ ওর সাথে, কাল অন্য কেউ৷ এটাকে কি জীবন বলে ?? Apnader Motamot sunte chai... >AR Dipu
Posted on: Sat, 19 Oct 2013 18:59:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015