একটা ছেলে সবাইকে বেশ কড়া - TopicsExpress



          

একটা ছেলে সবাইকে বেশ কড়া কড়া কথা শোনাত। একদিন অভ্যাসবশে নিজের মা-কেও বলে ফেলে কিছু কথা। মায়ের বুকে গিয়ে লাগে কথাগুলো। মনে কষ্ট পেলেও তিনি দুআ করেন ছেলের জন্য - যেন ছেলে মানুষকে কষ্ট দিয়ে কথা বলা বন্ধ করে। কিছুদিন পরে তিনি ছেলেকে একটা হাতুড়ি এনে দেন। সাথে অনেকগুলো পেরেক। ঘরের দেয়ালটা দেখিয়ে বলেন - এখন থেকে তুমি কারো সাথে খারাপ ব্যবহার করলে ঘরে এসে দেয়ালে একটা পেরেক ঠুঁকবে। ছেলে প্রতিদিন ঘরে এসে পেরেক ঠুকে। কোনোদিন বিশটা, কোনদিন দশটা। পেরেক ঠুকে আর ভাবে বলা কথাগুলোর কথা। এই কথাগুলো তাকে বলা হলে তার কেমন কষ্ট লাগত! ছেলেটা আল্লাহর কাছ দুআ করল যেন তিনি এই কঠোরতা থেকে তাকে মুক্তি দেন। আস্তে আস্তে কমে আসল দৈনন্দিন পেরেকের পরিমাণ। একটা দিন আসল সে একটাও পেরেক ঠুকল না। তার পরের দিন-ও না। এবার ছেলেটার মা তাকে বলল, তুমি প্রথম স্তরটা পার হয়েছে বাবা, এবার দ্বিতীয় স্তর। প্রতিদিন একটি একটি করে পেরেকগুলো তুমি দেয়াল থেকে তোলা শুরু কর। এভাবে চলতে চলতে একদিন দেখা গেল আর কোনো পেরেক বাকী নেই। এবার মা বললেন, বাবা পেরেক না হয় তুমি মনের দেয়াল থেকে তুলে ফেললে কিন্তু ছিদ্রগুলোর কী হবে? আঘাত করা কথার জন্য মাফ চাওয়া চলে কিন্তু যে জখম সে জন্ম দেয় তাকে মুছবে কীসে? আমরা যেন মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকি। ~Collected From SEAN Publication~
Posted on: Sun, 21 Sep 2014 00:37:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015