একটি জিনিস কিছুতেই বুজতে - TopicsExpress



          

একটি জিনিস কিছুতেই বুজতে পারতাছি না, কেন বাংলার ফেসবুকাররা Mark Zuckerberg এর উপর এত খেপলো ? Zuckerberg বিনা পয়সায় ফেসবুকের মতন এত বড় একটি সুন্দর,সহজ communication এর মাধ্যম করে দিয়েছে আমাদের জন্য, কিন্তু না আমাদের আবাল ফেসবুকাররা মডেল আরিফ খানের ছবিতে যেমন মন্তব্য করে ঠিক একই ধরনের মন্তব্য করছে Zuckerberg এর ছবিগুলোতে। মনে রাখবেন এসব করে আপনার মর্যাদা বাড়ছে না বরং আমাদের সম্পর্কে অন্য দেশের মানুষের ধারনা খারাপ করে দিচ্ছেন আপনারা। আপনাদের মানসিকতা যে কত নিচ তা আপনাদের মন্তব্য দেখলেই বোঝা যায়। সত্যি আমি হতাশ, দুঃখিত ও লজ্জিত। আবালগুলা এইটাও বুঝেনা যে, Zuckerberg না থাকলে ইন্টারনেট কি জিনিষ তা শিখতে তাদের আরো ১০ বছর লাগতো । (যারা গালাগালি করে তাদের উদ্দেশ্যে ) ইশহহ......... একেকটারে হাতের ছয় আঙ্গুল দিয়া থাপ্রাইতে মুঞ্চায় ।
Posted on: Sun, 16 Nov 2014 17:10:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015