একটি প্রেমের ব্যর্থতা - TopicsExpress



          

একটি প্রেমের ব্যর্থতা অতঃপর আত্মত্যা .................................................. আবির : আর রিয়া দুজনেই ভালো বন্ধু , একজন আরেকজনের সবকিছু শেয়ার করে । শুধু ভালো বন্ধু বললে বোধহয় কম হয় , ওরা সারাক্ষণ খুনশুটি ঝগড়া . চোল ধরে টানাটানি প্রতিনিয়তই করে বেড়াতো । আবির আর রিয়া র পরিচয় হয় কলেজ থেকেই । ওরা একই বর্ষের স্টুডেন্ট , ও আরেকটা কথা বলে রাখি ! আবির ছিলো খুব ভালো একজন গিটারিস্ট ! আবির অবসর সময় বন্ধুদের নিয়ে আবিরের বাড়ির ছাদে গান করতো আর আড্ডা দিতো । ঐ সময় তাদের মাঝে রিয়া এসে যোগ দিল , আর আবির তখন বলে উঠলো ওই দেখ অরণ্য আমার বউ চলে আসছে !! রিয়া তো রেগেমেঘে শেষ । --- রিয়া :- ঐ ঐ ঐ বান্দর ! তুই আমাকে বউ বললি কেন ? নিজের চেহারাটা একবার আয়নায় দেখছিস ? আবির :- ঢং ঢং নাহ ? তুই কি আমার চেয়ে স্মার্ট হ্যান্ডসাম ছেলে পাবি নাকি রে ? রিয়া :- আহারে দুনিয়াতে যেন উনি একাই রাজপুত্র আর কেউ নেই , নাহ যা বাগ শয়তান ! তোর সাথে আমার কথা বলতে আর ভালো লাগছে না আমি গেলাম । আবির :- আচ্ছা বাবা তোর ইচ্ছা যেতে চাইলে যা । অতঃপর সন্ধ্যা হয়ে গেলো আবির আবার পাচ ওয়াক্ত নামাজ পড়তো । মাগরিবের আযান হয়ে গেলো । আর আবির ইমাম হয়ে ওরা পাচ বন্ধু একসাথে নামাজ আদায় করলো । পরের দিন কাক ডাকা ভোরে আবির রিয়াকে একটি sms দিলো । --কিরে বদ মেজাজি তোর রাগ কমেছে ? রিয়া reply দিলো --- তুই আমাকে বউ বললি কেন শয়তান ? আবির reply দিলো -তোর সাথে আমার কিছু জরুরী কথা আছে ! আজকে কলেজ যাবো না ! আর তুই ও যাবি না ! তুই সকাল ১০টায় পার্কে আয় ! রিয়া reply দিলো ok আসবো bye... যথাসময়ে রিয়া এবং আবির , পার্কে গেলো । -- কিরে আবির শয়তান কি বলবি বল ? --আবির রিয়া আমি তোকে একটা কথা বলতে চাই ! -- রিয়া হ্যাঁ বলনা কি বলবি তোর কথা শুনতেই তো আজ কলেজ না গিয়ে পার্কে এসেছি ! ---আবির রিয়া ইয়ে মানে আমি আমি আমি তোকে ভালোবাসি ! --- রিয়া কি বললি তুই ? --আবির হ্যাঁ আমি তোকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি !!! -- রিয়া আবির দেখ দুষ্টুমি করিসনা !! তুই হয়তো জানিস না আমার অন্য একজনের সাথে এনগেইজমেন্ট হয়ে আছে ! সে এমেরিকায় থাকে ! আমার study শেষ হলে সে আমাকে বিয়ে করে সেখানেই নিয়ে যাবে । --- এই কথা শুনে আবির যেন বেঙে মুষড়ে পড়লো ! সে মেনে নিতে পারছে না ! --- আবির তখন কিছু না বলে জটপট উঠে চলে গেলো ! এর পরের দিন আবির রিয়াকে আবার প্রেমের প্রস্তাব দিলো আর সেটা হলো কলেজের ক্যামপাসে সবার সামনে ! আর রিয়া এমনিতেই একটু বদ মেজাজি ছিলো ! সে কিছু না ভেবে তার পায়ের জুতা খুলে ঠাস ঠাস দুইটা বারি মারে আবিরের গালে !! আর বলে ইতর বদমাশ তোকে না একবার বলেছি তোর মনে নেই তুই আবার এসেছিস । --তখন আবির আর কিছু না বলে এক বুক কষ্ট আর অভিমান নিয়ে বাড়ি ফিরে যায় । পরের দিন শুক্রবার ,, আবিরের সব বন্ধুরা আসে আবিরের বাসায় !! আবির সবসময় ছাদে বসে থাকতে পছন্দ করতো !! আবিরের বন্ধুরা ছাদে গিয়ে দেখলো আবির একা একা কান্না করতেছে !! আবিরের বন্ধু অরণ্য বললো দোস্ত কাদিস না !! আরে যে তোর ভালোবাসার মূল্য দিতে জানে না তার জন্যে এই চোখের জল বৃথা !! আবির কেঁদে কেঁদে বলে দোস্ত আমি আত্মহত্যা করবো !! কারণ আমি রিয়াকে ছাড়া বাঁচতে পারোনা !! এই কথা বলে এক দৌড় দেয় আবির ছাদ থেকে লাফ দেওয়ার জন্যে !! কিন্তু আবিরের বন্ধুরা তাকে ফিরিয়ে আনে !! এর ঠিক এক ঘন্টা পর আবির আবার দৌড় দেয় আর এক দৌড়ে ছাদ থেকে লাফিয়ে পরে !! আবির !! মূহুর্তের মধ্যেই রক্তে বেসে যায় মাটি !! আবিরের বন্ধুরা নিস্তব্ধ হয়ে যায় এই কি করলো আবির , তারপরে সবাই দৌড়ে গিয়ে দেখলো আবির আর নেই শুধু তার নিথর দেহটা রক্তাক্ত অবস্হায় পরে আছে মাটিতে । সাথে সাথে আবিরের পরিবারের সবাই ছুটে আসে !! আর আবিরের একমাত্র আদরের ছোট বোন জেরিন একদম বাকরুদ্ধ হয়ে যায় । আবিরের পরিবারে নেমে আসে শোকের ছায়া । আবিরের কলেজের সব teacher রা ও শোকাহত হলো ।। কেউ স্বপ্নে ও ভাবেনি যে আবিরের মতো একটি মেধাবী ছাত্র এইভাবে আত্মহত্যা করবে এইটা অবিশ্বাস্ব ।। আবিরের বাবা মা এর অনেক স্বপ্ন ছিলো সে লেখা পড়া করে অনেক বড় একজন নিতীবান ব্যারিস্টার হবে !! সে স্বপ্ন আর পূরণ হলো না ।। সে প্রেমে প্রত্যাখ্যিত হয়ে আত্মহত্যা করলো ।।। . মোরাল :- প্লীজ কেউ যদি প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যিত হন !! প্লীজ কেউ মৃত্যুর পথ বেছে নিবেন না । কারণ একটি মানুষের জন্যে আপনি আপনার মূল্য বান জীবন নষ্ট করবেন না । আপনার কাছে আপনার জীবন তুচ্ছ মনে হতে পারে কিন্তু আপনাকে গিরে আছে অনেকর আশা আখাঙখা স্বপ্ন এবং ভালোবাসা ।। . ----written by:--Fahm Khan
Posted on: Sun, 25 Jan 2015 13:00:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015