¬¬একটি বিষ্ময়কর - TopicsExpress



          

¬¬একটি বিষ্ময়কর তথ্য!¬¬ কুরআনেঃ- ১.পুরুষ শব্দটা এসেছে২৪ বার, নারী শব্দটা এসেছে ২৪বার ২.আদেশ শব্দটা এসেছে ১০০০ বার, নিষেধ শব্দটা এসেছে ১০০০ বার ৩.হালাল শব্দটা এসেছে২৫০ বার, হারাম শব্দটা এসেছে ২৫০ বার ৪.জান্নাত শব্দটা এসেছে ১০০০ বার, জাহান্নাম শব্দটা এসেছে ১০০০ বার ৫.দুনিয়া শব্দটা এসেছে ১১৫ বার, আখিরাত শব্দটা এসেছে ১১৫ বার ৬.ফেরেশতা শব্দটা এসেছে ৮৮ বার,শয়তানশব্দটা এসেছে ৮৮ বার ৭.জীবন শব্দটা এসেছে ১৪৫ বার, মৃত্যু শব্দটা এসেছে ১৪৫ বার ৮. উপকার শব্দটা এসেছে ৫০ বার, ক্ষতিকরশব্দটা এসেছে ৫০ বার ৯.মানুষ শব্দটা এসেছে৩৬৮ বার, রাসূল শব্দটা এসেছে ৩৬৮ বার ১০.যাকাত শব্দটা এসেছে ৩২ বার, বরকত শব্দটা এসেছে ৩২ বার ১১.জিহ্বা শব্দটা এসেছে ২৫ বার, উত্তম বাক্য শব্দটা এসেছে ২৫ বার ১২.মাস শব্দটা এসেছে ১২ বার, দিন শব্দটা এসেছে ৩৬৫ বার অতএব, এটা নির্দিধায়বলা যায় যে,মহাগ্রন্থ আল কুরআন কোন মানুষের বানানো নয়। বরং এটা মহান স্রষ্টা আল্লাহরাব্বুলআলামীনের পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ নেয়ামত। মুক্তির পথ। লাইক , শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। @blue SKY@
Posted on: Thu, 24 Oct 2013 14:22:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015