একটা ব্যাপার একটু খেয়াল - TopicsExpress



          

একটা ব্যাপার একটু খেয়াল করেন, আন্দোলনের প্রথম দিকে দেশের শীর্ষস্থানীয় বহু ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়াতে আমাদের ঠাঁই হলেও পরের দিকে অর্থ্যাৎ পনেরো দিনের আল্টিমেটাম ঘোষণার পরবর্তী আন্দোলনকালীন সময়ে গুটিকয়েক অখ্যাত পত্রিকা ছাড়া আমাদের খবর কোথাও ছাপা হয় নি । এর কারণটাও সুস্পষ্ট - প্রথমদিকে বেশ কয়েক স্থানে গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ ও পুলিশি প্রতিক্রিয়া হয়েছে যা পরে আর হয়নি । সহজ ভাষায় বলা যায়, শান্তিপূর্ণ আন্দোলনের ভাত নাই, গাড়ি ভাঙচুর, পুলিশ পিটানো ইত্যাদি আপাত দৃষ্টিতে খারাপ কাজ মনে হলেও এগুলো করা ছাড়া গতি নাই । আমরা বরাবরই শান্তিপূর্ণ থাকতে চেয়েছিলাম, পলিটেকনিকে ভর্তির পর থেকে IDEBর বহু সমাবেশ সভায় গিয়েছি এবং শান্তিপূর্ণ আন্দোলন-মিছিলে শরীক হয়েছি । কিন্তু ফলাফল শূন্য । এইবার হিংসাত্মক রূপ ধারণ করতেই হচ্ছে, শান্তির খেতা পুড়ি বইলা গাড়ি ভাইংগা সাফা কইরা দেওয়ার টাইম হইছে - নিরূপায় হয়েই আমরা রাজপথে গাড়ি ভাঙচুরে অংশ নিতে চাচ্ছি - আমাদেরকে বাধ্য করা হয়েছে, যে হাতে কলম ধরে পরীক্ষা দেবার কথা সে হাতে লাঠি ধারণ করতে বাধ্য করা হয়েছে । কাজেই শুধু পরীক্ষা বর্জন নয়, কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে - প্রাণের দাবি দুই দফা আদায় করতেই যে হবে ! #S
Posted on: Sat, 19 Oct 2013 13:00:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015