একটা ব্যাপার প্রায় সময়ই - TopicsExpress



          

একটা ব্যাপার প্রায় সময়ই দেখি । বাস স্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছি । কিন্তু গাড়ি আসছে না । যখন আসছে তখন একসাথে দুই- তিনটা চলে আসছে । কিন্তু একসাথে কয়েকটা গাড়ি আসার পরেও বেশীরভাগ মানুষজন ধাক্কাধাক্কি করে প্রথম গাড়িটাতেই উঠবে । পরের গাড়ি যে অপেক্ষাকৃত খালি সেদিকে খেয়ালই করবে না । যেন পরের গাড়িতে গিয়ে সময় নষ্ট করার মত সময় এদের নাই । তাই ঠেলেঠুলে প্রথম গাড়িতেই উঠবে । সেটাই যতই ভিড় থাকুক আর নাই থাকুক । কয়েক মিনিট সময় বাচাতে সেকি যুদ্ধ ! এদের এমন সময় সচেতনতা দেখে আশ্চর্য হই । ভাবি, বাঙালি জাতি হিসেবে বড় সময় সচেতন । কিন্তু বিপরীত একটা ধাক্কা খাই যখন এদেরকেই দেখি রাস্তায় খোড়াখুড়ি কিংবা ফুটপাতের খুজলি মলম বিক্রেতার চারপাশ ঘিরে ঘন্টার পর ঘন্টা অনড় হয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে । ওয়াসার ঐতিহ্যবাহী বর্ষা পূর্বকালীন রাস্তা খোড়াখুড়ি দেখে কিংবা ফুটপাথের খুজলি মলম বিক্রেতার রসাল বকবকানি শুনে এরা কি মজা পায় আমার জানা নেই; তবে মজা যে পায় তাতে সন্দেহ নাই । কারন এরাই মিনিট খানেক সময় বাচাতে গাড়িতে যেই যুদ্ধটা করে সেই মহামূল্যবান সময় সবটাই ব্যয় করে এমন কিছু মূল্যহিন কাজে । মজা না পেলে কি কেউ এটা করে ? এদের কি বলব ? সময় সচেতন নাকি সময় জ্ঞানহিন ? বাঙ্গালীর মতিগতি বুঝাই দায় । . Courtesy||A A Suvo
Posted on: Sun, 15 Sep 2013 20:09:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015