একটা মানব সন্তান যখন - TopicsExpress



          

একটা মানব সন্তান যখন ইহলৌকিক জগতে আসে তখন থেকেই তার জন্য ইহলৌকিক জগতের সকল সুখ - স্বাচ্ছন্দ্য, ভোগ, আনন্দ,বিলাষ limited হয়ে যায়। কারণ সৃষ্টিকর্তা তার সকল সৃষ্টির প্রতিই যত্নশীল। তাই কেউ যদি illegally এই সুখ ভোগের দুই আনা নস্ট করে, সে তার প্রাপ্য সুখ - স্বাচ্ছন্দ্য, আনন্দ, বিলাষের বার আনা নস্ট করল। আবার কেউ যদি সংযমী হয় সে ও তার উপভোগের বস্তু গুলোকে হারায় না। পার্থিব জীবনে যদি একটুখানি কমও পায় পারলৌকিক জগতে সৃষ্টিকর্তা নিজে দান করবে। Moral: যারা একটু বেশি চালাকি করতে গিয়ে illegally সুখের সন্ধান করে, তারা চরম বোকামির পরিচয়ের সাথে সাথে নিজের সমুদ্র পরিমান সুখ বরবাদ করে ফেলে।
Posted on: Thu, 08 Jan 2015 22:52:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015