একটা মেয়ের ছবি, খুবই ভালো - TopicsExpress



          

একটা মেয়ের ছবি, খুবই ভালো লাগে তাই মোবাইলে ওয়ালপেপার হিসেবে দিয়ে রেখেছি। রাতে বড় ভাইয়া মোবাইল টা চাইলো একটা কল করবে বলে। বেশ আমিও দিলাম, কিন্তু মোবাইলটা ধরেই আগে ছবিটা দেখলো। অমনি শুরু. . . -ঐ এটা কে? -কই কোনটা? -এই যে এই মেয়ের ছবি টা। -ও এইটা একটা থিমের ছবি দেখ না কেমন স্টাইল নিয়ে উপরের দিকে তাকিয়ে হাসি মুখে দাড়িয়ে আছে। -কোনটা থিম আর কোনটা ছবি আমি তা বুঝি না? -আরে বিশ্বাস না হলে এই দেখ থিমটা পাল্টালেই ছবিটা পাল্টে অন্য ছবি আসছে। (সাথে সাথে থিমটা পাল্টে দিলাম) -হুম বুঝলাম। -তুমি খালি খালি সন্দেহ করো। -হুম তোর মোবাইলের ব্লুটুথ অন কর। -কেননন? -থিমটা ভালোলেগেছে তাই ওটা আমিও নেবো। -আরে এর থেকেও ভালো থিম আছে দাড়াও দেখাচ্ছি। -তোকে যা বলছি সেটাই কর। -ওকে দিচ্ছি। (তখন যে থিমটা দেয়া ছিলো সেটা দিলাম) -কিরে এপ্লাই করলাম তো ছবি টা কই? -না ইয়ে মানে. . . -ইয়ে মানে? হারামজাদা মোবাইলে মাইয়্যাগো ছবি এইজন্যে তোরে মোবাইল দিছি? আজ থেকে মোবাইল বন্ধ। বড় ভাইরা যে কেন এইরকম হয় বুঝি না। . . gontobbohin pothik
Posted on: Sun, 25 Aug 2013 11:40:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015