একটু আগে জানতে পারলাম এক - TopicsExpress



          

একটু আগে জানতে পারলাম এক পরিবার তাদের মেয়ের জন্যে ছেলে খুজছে। মেয়ে ৩ বিষয়ে অনার্স এবং বেশ ভালো ছাত্রী। তারা ছেলে খুজছে ৩৮-৪০ বছরের মধ্যে। আমার প্রশ্ন হচ্ছে এটাই কি বিয়ে করার উপযুক্ত বয়স?! আল্লাহ এবং তার রাসুল কি আমাদের এ সময়ে বিয়ে করতে বলেছেন? এমন সময়ে বিয়ে আদৌ প্রয়োজন আছে কি?! তাহলে কি বিয়ে শুধু Marriage Certificate এর জন্যে নাকি শুধু বলার জন্যে যে আমি বিবাহিত?! আফসোস হয় ঐ পিতা-মাতার জন্যে। কারন বিয়ের পূর্ব পর্যন্ত মেয়ের দায়িত্ব পিতার। আমি recently বাংলাদেশের আরেকটি trend এর সাথে পরিচিত হলাম। বর্তমানে নাকি মেয়েরা ২৬-২৭ বছর এবং ছেলেরা ৩০/৩১ বছর বয়সে বিয়ে করে (এটা আগে আমার জানা ছিল না)! এ কি হাল আমার প্রিয় জন্মভূমির!! আমার জানামতে এটি ইসলামের শিক্ষা মোটেও নয়। তাহলে তারা কিসের অনুসরণ করছে? অধিকাংশ ক্ষেত্রেই ছেলেদের বিয়ে দেরিতে হবার একটি উপযুক্ত কারন থাকে। কারন তাকে অর্থনৈতিক ক্ষমতা অর্জন করতে হয়। কিন্তু মেয়েদের জন্যে অধিকাংশ ক্ষেত্রে কোনো উপযুক্ত কারন আমি খুজে পাইনি। কারন তাদের তো কোন পরিবারের অর্থনৈতিক দায়িত্ব নিতে হয় না। তাহলে কেন এই trend?! এইসকল পিতা-মাতার জন্যে আমার দশ কেজি আফসোস রইল। কিন্তু দুঃখ হচ্ছে আমার এই কথাগুলো তো আর ঐ সকল পিতা-মাতা রা পড়ার সুযোগ পাবে না মনে হয়। কারন ওনারা তো আর FB-তে অভ্যস্ত নন। ছেলে-মেয়েরাই এটা পড়বে কিন্তু তারা তো আর লজ্জায় পিতা-মাতাকে বলবে না। সুতরাং উদ্যোগ নিতে হবে পিতা-মাতাকেই। কিন্তু আফসোস, তারা নেয় না।
Posted on: Tue, 13 Aug 2013 06:53:49 +0000

Trending Topics



Our

Recently Viewed Topics




© 2015