"একটু আগের কাহিনী ... অনেক - TopicsExpress



          

"একটু আগের কাহিনী ... অনেক কষ্টে প্রেয়সীর রাগ ভাঙ্গাইলাম ... তুলু তুলু করে কিছুক্ষণ কথা বলার পর উনি স্বাভাবিক হইলেন ... অতঃপর... প্রেয়সী আহ্লাদ করিয়া বলিলো, "অ্যাই !! একটা কথা বলি ??" আমি বলিলাম, "সারাদিন তো লক্ষ লক্ষ কথা বলো ... অনুমতি নেয়ার কি আছে ??" প্রেয়সী আনন্দে গদগদ হইয়া বলিলো, "আমি মা হতে চাই !!" আমি বলিলাম, "খুবই ভালো কথা !!" প্রেয়সী বলিলো, "ভালো কথা মানে কী ... তাড়াতাড়ি বিয়ে করো আমাকে !!" আমি বলিলাম, "এইখানে আবার বিয়ের কথা আসতেছে কেন ??" প্রেয়সী কপাল কুচকাইয়া বলিলো, "আজব !! বিয়ে না করলে আমি মা হবো কিভাবে ??" আমি বললাম, "এইটা কোন ব্যাপার ?? ... মা হওয়ার সহজ প্রসেস জানো না ??" প্রেয়সী মাথা নাড়লো !! আমি বলিলাম, "শুনো ... তুমি শাড়ি পরিয়া রান্নাঘরে যাও ... সামনে দুইটা কড়াই নিয়া মুরগী রান্না করতেছো, এই রকম একখান ভাব নিয়া হাসিমুখে পোজ দাও ... আমি ছবি তুলি ... তারপর উহা ফেইসবুকে আপলোড করিয়া ক্যাপশন দিমুঃ "আমার প্রেয়সী ... উনি যতই আমাকে গালি দিক ... যতই ঝগড়া করুক ... উনিও কিন্তু একজন "মা" ... দেখেন, কি সুন্দর রান্না করছেন !!" ব্যাস !! কাহিনী শেষ ... ফেইসবুকের পাবলিক ধুমাইয়া উহা শেয়ার দিয়া বলিবেঃ "বাহ !! কী সুন্দর রান্না করছেন ... উনি আসলেই একজন "মা" ... উনার জন্য কতগুলু লাইক ??" এইভাবেই তুমি দুম করে একদিনেই "মা" হইয়া যাইবা !! প্রেয়সী ফোন রাখিয়া দিলো !! ... ... ... ফোন রাখার পর প্রেয়সী আমার রসিকতা না বুঝিয়া সত্যি সত্যিই ছবি তোলার ডিসিশন নিয়া আমারে মেসেজ পাঠাইলোঃ "আচ্ছা, আমি ক্যামেরা নিয়া রান্নাঘরে যাইতেছি !!" আমি রিপ্লাই পাঠাইলামঃ "রান্নাঘর ডানদিকে ... ভুলে আবার টয়লেটে যাইও না !!" প্রেয়সী রিপ্লাই পাঠাইলোঃ "মানে ??" আমি রিপ্লাই পাঠাইলামঃ "মানে হইল, আগে মানুষ হাতে "বদনা" পাইলে টয়লেটে যাইতো ... এখন মেয়েরা হাতে "ক্যামেরা" পাইলে টয়লেটে যায় !!" অতঃপর সে রিপ্লাই দিলোঃ "আর যোগাযোগ করবা না" ... ... ... বন্ধু পিঠে হাত রাখিয়া সান্ত্বনা দিতেছিলো ... আমি উদাস কণ্ঠে বলিলাম, "আমি এখন কি করবো ?? কই যাবো ??" বন্ধু বলিলো, "আর কই যাবি ...টয়লেটে যা ... গিয়া কান্নাকাটি কর !!" প্রেয়সী প্রদত্ত আজকের শিক্ষাঃ "হাতে "বদনা" বা "ক্যামেরা" না থাকলেও টয়লেটে যাওয়া লাগে !!" :P
Posted on: Sat, 27 Jul 2013 17:06:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015