একটু আগে রবি থেকে এই Jaya Ahsan - TopicsExpress



          

একটু আগে রবি থেকে এই Jaya Ahsan erSMS updat Pete o tar Sathe Iftar korar shujog pete Dial *16****1*# TK/2 SMSটা করল। আমার মেজাজটা গেল চড়ে। দিলাম কল কাস্টমার কেয়ারে। কাস্টমার ম্যানাজার-- আসসালামুআলাইকুম, শাম্মি বলছি, কিভাবে সাহায্য করেতে পারি? আমি-- জি, ওয়ালাইকুমআসসালাম একটু আগে জয়া আহসানের আপডেট পেতে ও তারসাথে ইফতার করতে কী কী ডায়াল করুন। ব্যাপারটা বুঝলাম না। স্যার, জয়া আহসানের সাথে জয়া আহসান টা কে? ওহ স্যার, জয়া আহসান হচ্ছে।সে বাংলাদেশের সেলিব্রিটি। সেলিব্রীটি ( বোকা বোকা টাইপের ভাব নিয়া) কী? সেলিব্রীটি মানে মডেল, টিভি তে অভিনয় করে, নাটক করে, ছি:নামা করে, নায়িকা। ওহ আচ্ছা, সেলিব্রিটি মানে নায়িকা। তা জয়া আহসান তো মানুষকে জাহান্নামের দিকে ডাকে আর ইফতার হচ্ছে জান্নাতের একটা ব্যাপার, এই জান্নাতের পথে জাহান্নামের একটা মডেল কে দিয়া কেন বাধাঁ সৃষ্টি করতেছেন? স্যার, আপনার ভালো লাগলে আপনি অংশগ্রহণ করবেন, আপনাকে তো কেউ জোর করছেনা। জয়া আহসান তো একটা বেশ্যা, একটা বেশ্যা কে না দিয়া রবি কি পারতো না, বায়তুল মোকাররমের ঈমামের সাথে ইফতারের আয়োজন করতে? দু:খিত স্যার, আমি আর আপনার সাথে কথা বলতে পারছিনা। ( এই বলে শাম্মি লাইন টা কেটে দিল।) *** এই হল দেশের অবস্থা, সবাই যুব সমাজকে জাহান্নামের পথে টানতেছে,প্রয়োজন ে ইফতার কে ও এরা ব্যাব হার করতে পিছ পা হচ্ছে না। আর কবে আমাদের ঘুম ভাংবে??? প্রশ্ন রইল সবার প্রতি। collected from : Shaimum Swopno
Posted on: Wed, 17 Jul 2013 19:31:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015