একটু মনোযোগ দিয়ে সবাই - TopicsExpress



          

একটু মনোযোগ দিয়ে সবাই পড়বেন আশা করছি,গত দুই দিন আগে এক ভদ্রলোক আমাকে প্রশ্ন করলেন আচ্ছা আপনি কি ঈশ্বরকে বিশ্বাস করেন?আমি বললাম অবশ্যই করি,জবাবে তিনি আমাকে বললেন কেন আপনি অন্ধ বিশ্বাস করেন ঈশ্বরকে।যারা ধর্ম এবং ঈশ্বরকে বিশ্বাস করে না....তাদের উদ্দেশ্যে আমার এ লেখা, আমার ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পুরো ধর্মটাই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। আমরা ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করি পরিবার থেকে, বয়স্কদের কাছ থেকে। এখন আপনি বলবেন শোনা কথা বিশ্বাস করব না। আচ্ছা আমি আপনাকে একটি প্রশ্ন করি আপনার জন্মদাতা পিতা কে? আপনি নিশ্চয় একটি উত্তর দিবেন। কিন্তু আপনি যার নাম বলবেন সে যে আপনার পিতা সেটা আপনি জানলেন কোথা থেকে? আপনি কি দেখেছেন? নিশ্চয় দেখেন নি! শুধুমাত্র একজন মা জানেন যে তার সন্তানের আসল পিতা কে! তো আপনার পিতা কে সেটাও আপনি শুনে বিশ্বাস করেছেন, তাহলে ধর্ম এবং ঈশ্বরকে বিশ্বাস করবেন না কেন? কারণ আপনি যদি ঈশ্বরেই বিশ্বাস না করেন, তাহলে ধর্মগ্রন্থ আসলো কোত্থেকে? আবার অন্য কোনোভাবে প্রমাণ করাও প্রায় অসম্ভব। যদি ঈশ্বর প্রমাণ দিয়েই দিতেন, তাহলে (তাঁর মতে) তিনি আমাদের পরীক্ষা করার জন্য তাঁকে মানতে বলতেন না। আর যদি আপনি ঈশ্বরে বিশ্বাস নাই করেন, তাহলে সৃষ্টিজগতের ব্যাখ্যা কিভাবে দিবেন? বিবর্তনবাদ, বিগ ব্যাং থিওরি কোনো কিছুই এত সুন্দর ও ভারসাম্যপূর্ণ একটা সিস্টেম ব্যাখ্যা করার জন্য যথেষ্ট না (আমার মতে)। কাজেই, “বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদুর।” অতএব, বিশ্বাসের উপর আমার উপসংহার: ‘বিশ্বাস’ হলো সেই জিনিস, যা আপনাকে কোনো মতবাদ মেনে নিতে সাহায্য করে, যেটা আপনি জানেন না, কিন্তু এসম্পর্কে কিছু ধারণা বা Indication হয়তো আপনি পেতে পারেন। এটা আমার ব্যাখ্যা। আপনি আমার ব্যাখ্যা মেনে নিতে নাও পারেন।
Posted on: Sun, 31 Aug 2014 11:06:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015