একটুখানি উপদেশঃ ফল ২০১৫ - TopicsExpress



          

একটুখানি উপদেশঃ ফল ২০১৫ এর জন্য যারা আবেদন করবেন, এই শেষ মুহূর্তে এসে যারা প্রফেসর দের মেইল করছেন, তারা যেই বিশ্ববিদ্যালয় এ মেইল করবেন না কেন, একটু কষ্ট করে বিশ্ববিদ্যালয় এর ওয়েব সাইট এর নিউজ সেকশন এ গিয়ে খুজে দেখুন ডিপার্টমেন্ট এ কোন নতুন ফ্যাকাল্টী জয়েন করেছে কিনা। সাধারণত এদের কাছে স্টার্ট আপ ফান্ড থাকে, যা থেকে তারা চাইলেই অন্তত দুই জন স্টুডেন্ট হলেও নিতে পারেন। যদি নিজের জীবন তেজপাতা হওয়াতে কোন আপত্তি যদি কারও না থাকে তাহলে সুপারভাইজার হিসেবে এসিস্ট্যান্ট প্রফেসর বেস্ট। Reference: https://facebook/groups/HigherStudyAbroad/permalink/787149728013377 প্রফেসরকে ইমেইল করা সংক্রান্ত নিচের ফাইলগুলি পড়ুনঃ 1. প্রফেসরদের ইমেইল করবেন কীভাবে? by Ragib Hasan: https://facebook/groups/HigherStudyAbroad/doc/566614936733525 2. হাউ টু ক্র্যাক দা হাজী মুহাম্মাদ ‘ক’ ওরফে প্রফেসর – কীভাবে প্রফেসর দের মেইল করিবেন?: https://facebook/notes/higherstudyabroad-bangladesh-chapter/হাউ-টু-ক্র্যাক-দা-হাজী-মুহাম্মাদ-ক-ওরফে-প্রফেসর-কীভাবে-প্রফেসর-দের-মেইল-করিবেন/571190879609264 3.. Writing mail to Professor (USA/Canada) for funding: https://facebook/notes/higherstudyabroad-bangladesh-chapter/writing-mail-to-professorusacanada-for-funding/585694444825574 4. Contacting Professors > Sample Format 1: https://facebook/notes/higherstudyabroad-bangladesh-chapter/-step-3-application-contacting-professors-sample-format-1/226997147361974 5. Contacting Professors > Sample Format 2: https://facebook/groups/HigherStudyAbroad/doc/227009244027431 প্রবাসে উচ্চশিক্ষা বা ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্নের জন্য যোগদিন HigherStudyAbroad™ Bangladesh Chapter (HSA) এর ফেসবুক ফোরামেঃ https://facebook/groups/HigherStudyAbroad
Posted on: Fri, 14 Nov 2014 20:00:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015