একদা দুই বন্ধু শফিক ও - TopicsExpress



          

একদা দুই বন্ধু শফিক ও রহিম মরুভুমির পথ দিয়ে সফর করছিল। হঠাৎ দুজনের মাঝে ছোট্র একটি বিষয় নিয়ে ঝগড়া বেঁধে গেলো। ঝগড়ার এক পর্যায়ে শফিক তার বন্ধু রহিমকে একটি চড় মারে। ঝগড়া থেমে গেলো,রহিম এক বালিয়ারীর মাঝে লিখে রাখলো, আজ আমার প্রিয় বন্ধুটি আমায় গালে চড় মারলো। তারা আবার স্বাভাবিক হয়ে পথ চলতে লাগলো। পথ চলতে চলতে এক জায়গায় একটি ঝর্ণা দেখে উভয়ে উভয়ে গোসলে লেগে গেলো। হঠাৎ ঝর্ণার স্রোতে শফিক ভেসে যাচ্ছিল তখন রহিম থাকে ঝুকি নিয়ে উদ্বার করলো। এবার রহিম একটি পাথরের মাঝে লিখে রাখলো আজ আমার প্রিয় বন্ধুটিকে বিপদে সাহায্য করিলাম। তখন শফিক জিজ্ঞেস করল রহিমকে যে,আগে চড় মারার পর তুমি তা বালিতে লিখলে আর এখন পাথরেই বা লিখে রাখলে কেন? তখন রহিম জবাব দিলো দেখো বন্ধু শফিক আগে যখন চড় মেরেছিল তখন আমি আঘাত পেয়ে তা বালিতে লিখেছিলাম, যেন বাতাসে তা উড়িয়ে নিয়ে যায় , মনের মাঝে কোন দাগ থাকবেনা। আর এখন উপকার করলে তাই তা পাথরে লিখলাম যেন কোনদিন তা ভুলে না যাই,এতে বন্ধুত্ব আরো গভীর হবে।
Posted on: Thu, 11 Dec 2014 10:46:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015