একদিন একটা গরিব ছেলে - TopicsExpress



          

একদিন একটা গরিব ছেলে রাস্তায় হাটছিলো; সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করতো; ছেলেটার গায়ে ছিলো একটা জীর্ন মলিন পোষাক; সে ভীষণ ক্ষুদার্থ ছিলো; সে ভাবলো সামনের কোনও এক বাসায় যাবে, সেখানে গিয়ে সে কিছু খাবার চাইবে। কিন্তু সে যখন একটা বাসায় গেলো খাবারের আশা নিয়ে, সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলেন; সে খাবারের কথা বলতে ভয় পেলো; সে খাবারের কথা না বলে শুধু এক গ্লাস পানি চাইলো। মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে সে ক্ষুদার্ধ; তাই তিনি ছেলেটাকে একটা বড় গ্লাস দুধ এনে দিলেন; ছেলেটা আস্তে আস্তে দুধটুকু খেয়ে বলল "আপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধের জন্য?" মহিলা বলল "তোমাকে কোন কিছুই দিতে হবে না।" ছেলেটা বলল "আমার মা আমাকে বলেছেন কখনো করুনার দান না নিতে; তাহলে আমি আপনাকে মনের অন্তস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি।" ছেলেটার নাম ছিলো স্যাম কেইলি; স্যাম যখন দুধ খেয়ে ঐ বাড়ি থেকে বের হয়ে এল, তখন সে শারিরিকভাবে কিছুটা শক্তি অনুভব করলো। ********************************* অনেক বছর পর ঐ মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পরলো; স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করতে চেষ্টা করেও ব্যার্থ হল; তখন তাকে পাঠানো হলো একটা বড় শহরের নামকরা হাসপাতালে; যেখানে দুলর্ভ ও মারাত্মক রোগ নিয়ে গবেষনা ও চিকিৎসা হয়। ডা. স্যাম কেইলি-কে এই মহিলার দায়িত্ব দেওয়া হলো; যখন ডা. স্যাম কেইলি শুনলেন যে মহিলা কোন শহর থেকে এসেছেন, তার চোখের দৃষ্টিতে অদ্ভুদ একটা আলো যেন জ্বলে উঠলো। তিনি তাড়াতাড়ি ঐ মহিলাকে দেখতে গেলেন; ডাক্তারের এপ্রন পরে তিনি মহিলার রুমে ঢুকলেন এবং প্রথম দেখাতেই তিনি মহিলাকে চিনতে পারলেন; তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, যেভাবেই হোক তিনি এই মহিলাকে বাঁচাবেনই; ঐ দিন থেকে তিনি ঐ রোগীর আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন; অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হলো। ডাঃ স্যাম কেইলি হাসপাতালের একাউন্টেন্টকে ঐ মহিলার চিকিত্সার বিল দিতে বললেন, কারণ তার সাইন ছাড়া ঐ বিল কার্যকর হবে না; ডাঃ স্যাম কেইলি ঐ বিলের কোনায় কি যেনো লিখলেন এবং তারপর সেটা ঐ মহিলার কাছে পাঠিয়ে দিলেন। মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন বিলটা খুলতে; কারণ তিনি জানেন যে এতো দিনে যে পরিমাণ বিল এসেছে তা তিনি সারা জীবনেও শোধ করতে পারবেন না। অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলের পাশ দিয়ে লেখা কিছু কথা তার দৃষ্টি আকষর্ন করলো এবং তিনি পড়তে লাগলেন "আপনার চিকিত্সার খরচ হলো পুরো এক গ্লাস দুধ" এবং বিলের নিচের সাইন করা ছিলো ডাঃ স্যাম কেইলির নাম। ~ মানুষকে সাহায্য করুন : হয়তো এই সাহায্যেরই ফল হিসেবে এমন কিছু পাবেন যা কখনো চিন্তাই করেননি ~--
Posted on: Thu, 03 Oct 2013 07:52:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015