একদিন মধ্যরাতে - TopicsExpress



          

একদিন মধ্যরাতে মাথাব্যথার কারণে স্ত্রী সম্পাকে ডেকে তুললাম। চা খাব। সম্পা চোখে ঘুম নিয়েই চা করতে গেল। কিছুক্ষণ পর চা নিয়ে এসে দিয়েই শুয়ে পড়ল। চায়ের কাপে চুমুক দিয়েই দৌড়ে গিয়ে বেসিনে বমি করলাম। হঠাৎ সম্পা বলে উঠল, ‘সবারই এই সময়টাতে এমন বমি বমি ভাব হয়।’ আমি আজও বুঝিনি সম্পা কেন ওই কথা বলেছিল। তবে পরে ও বলেছিল, ‘হয়তো ঘুমের ঘোরে বলেছিলাম।’ আমিও বলেছিলাম, ‘সেদিন তুমি ঘুমের ঘোরে আমাকে শুধু প্রেগন্যান্টই ভাবোনি, চায়ের মধ্যে চিনির বদলে আয়োডিনযুক্ত লবণ দিয়েছিলে।’
Posted on: Thu, 27 Jun 2013 08:07:34 +0000

Trending Topics



height:30px;">
Tambuwal: Beyond Police Duties osundefender.org/?p=195943 It
topicsexpress.com/DEFECTION-Crisis-Nasarawa-PDP-Deputy-Governor-Reveals-Troubles-topic-10203171717716333">DEFECTION Crisis: Nasarawa PDP Deputy Governor Reveals Troubles

Recently Viewed Topics




© 2015