একদিন রাসূল (সা) ঈমাম - TopicsExpress



          

একদিন রাসূল (সা) ঈমাম হুসেইন (রা) কে কোলে নিয়ে আছেন। ঈমাম হুসেইন (রা) জিজ্ঞেস করলেন, বলতো নানা কে বড়? তুমি না আমি? - কেন, আমি বড় ! - তাই? ব লতো তোমার আব্বার নাম কি? - আমার আব্বার নাম আব্দুল্লাহ । - শুনে আসোতো তোমার আব্বাকে কয়জন চেনে। তুমি আমার আব্বাকে চেন? তিনি হলেন শের ই খোদা হযরত আলী (রা)। কাফির মুশরিকদের জন্য আল্লাহ যাকে বাঘ বানিয়ে পাঠিয়েছিলেন। তাহলে বলতো আব্বার দিক থেকে তুমি বড় হলে, নাকি আমি বড় হলাম? রাসূল (সা) নাতির এমন জবাবে মুগ্ধ হলেন। - নানা আরো বলব? - হা বল । - এবার বলতো তোমার আম্মার নাম কি? - আমরআম্মার নাম আমিনা । - বাস এটুকুই। আরকিছু আছে? তুমি আমার আম্মাকে চেন? জানো সে কার মেয়ে? তিনি খাতুনে জান্নাত - জান্নাতীদের সর্দারনী হযরত ফাতিমা (রা)। এখন বলতো আম্মার দিক থেকে কে বড় হল? রাসূল (সা) ছোট্ট বালকের এমন বুদ্ধিমত্তায় পুলকিত হলেন। - নানা আরো কিছু শুনবে? - আরো কিছু আছে নাকি? বল শুনি । - এবার বল তোমার নানার নাম কি? - আমার নানার নাম আব্দুল ওয়াহাব । - যাও, সারা মক্কা ঘুরে এসো। তোমার নানাকে কয়জন চেনে দেখে এসো। তুমি আমার নানাকে চেন? তাকে দেখেছ কখনো? তিনি হলেন সর্বযুগের সর্বশ্রেষ্ট মহামানব রহমাতাল্লিল আলামিন হযরত মুহাম্মাদ (সা) । তাহলে বলতো নানার দিক থেকে কে বড় হল? তুমি না আমি? রাসূল (স) চুমোয় চুমোয় ভরিয়ে দিলেন নাতির মুখমন্ডল। আবেগভরা কন্ঠে বললেন, আজ আমি তোর কাছে হেরে গেলাম রে নানা। হে আল্লাহ আমার হুসেইনকে আমি অনেক ভালবাসি। আমি চাই তুমিও তাকে ভালবাস। আল্লাহ তায়ালা রাসূল (সা) এর কথা শুনেছিলেন। ভালবেসে হুসেইনকে শহীদ হবার মর্জাদা দান করেছেন। আজকের দিনে আল্লাহ ও নবীর সেই ভালবাসার মানুষটি শাহাদাত বরণ করেছিল । ad@marjan
Posted on: Sat, 16 Nov 2013 07:17:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015