একবার হাসিনা আর সানি - TopicsExpress



          

একবার হাসিনা আর সানি লিওন একই বিমানে করে কানাডা থেকে ফিরছিল। হাসিনার গন্তব্য ঢাকা আর সানিলিওনের গন্তব্য মুম্বাই। ঘটনা ক্রমে দুজনের পাশাপাশি সিট পরল। সানিলিওন হাসিনাকে চিনে না কিন্তু হাসিনা সানিলিওনকে ভাল করেই চিনে। তো সানিলিওন তার আই ফোন-৫ থেকে মনোযোগ দিয়ে গান শুনছিল। কিন্তু হাসিনা তাকে চিনতে পেরে তো পুরা সারপ্রাইজড!! সে উত্তেজনায় চিৎকার করে বলে উঠল, আরে সানি!! তুমি এইখানে!! আমি তোমার মারাক্তক ভক্ত। আমি তোমার ক্লিপ্সগুলো নিয়মিত দেখি। তোমার ৬৯ পজশনটি আমার খুব ভাল লেগেছে। ব্লা ব্লা... বলে বকতে লাগল! সানি তাকে থামিয়ে দিয়ে বলল, ব্যাস! ব্যাস!! কিন্তু আপনি কে? হাসিনা একটু গর্বিত মনে বুক ফুলিয়ে বলল, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী সানিঃ ও আচ্ছা!! এরপর তারা দুজন তাদের নিজেদের পেশা নিয়ে আলোচনা করতে লাগল। হাসিনা বারবার দাবি করতে লাগল যে তার পেশা(আওয়ামিলীগের রাজনীতি) সবচেয়ে ভাল। এবং তিনিই এই পেশায় সবচেয়ে সফল! সানিও দাবি করতে লাগল সেই সফল তার পেশায়। এই পেশায় তাকে স্টারের খেতাব দিয়েছে। সে হাসিনাকে নানাভাবে যুক্তিদিয়ে বুঝাল। কিন্তু হাসিনা যুক্তিতে না পেরে হঠাৎ উত্তেজিত হয়ে চিৎকার দিল তা আশেপাশের যাত্রীদের দৃষ্টি গোচর হল। তারা কাছে এসে কারণ জানতে পেরে তাদের দুজনকে ঝগড়া থেকে বাঁচানোর জন্য একটা সীদ্ধান্তনিল। বলল, ঠিক আছে, আপনাদের দুজনকে বিতর্কের সুযোগ দিলাম। যে বিতর্কে জিতবে ধরে নিব তার পেশাই শেরা। আওয়ামিলীগের রাজনীতি কানি দেহ ব্যবসা। সবাই করতালির মাধ্যমে স্বাগত জানাল। শুরু হল বিতর্কঃ হাসিনাঃ ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীন নয়। সানিলিওনঃ নগ্নতা মেনে অশ্লীলতা নয়। হাসিনাঃ আমার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয়। সানিলিওনঃ আমি কলগার্ল হলেও পতিতা নয়। হাসিনাঃ আমি দেশ প্রেমিক। সানিলিওনঃ আমি যুবক প্রেমিক। হাসিনাঃ আমি মানুষ খুন করি না। সানিলিওনঃ আমি মানুষের চরিত্র নষ্ট করি না। হাসিনাঃ আমার ভালবাসায় দেশের জনগন শান্তিতে আছে। সানিলিওনঃ আমার ভালবাসায় যুবকরা শান্তিতে আছে। হাসিনাঃ আমি না থাকলে দেশের কি অবস্থা হবে তা আল্লাই ভাল জানেন। সানিলিওনঃ আমি না থাকলে যুবকদের কি অবস্থা হবে তা ভগমানই ভাল জানেন। হাসিনাঃ আমি নিয়মিত নামাজ পড়ি, ধর্ম পালন করি। আবার নামাজি ও ধার্মিকদেরকে হত্যাও করি। সানিলিওনঃ আমি নিয়মিত পোশাক পড়ি আবার পোশাক পরিহিতাদেরকে ঘৃণাও করি। হাসিনাঃ আমি ইন্ডিয়াকে ভালবাসি, ইন্ডিয়ানরাও আমাকে ভালবাসে। সানিলিওনঃ আমিও ইন্ডিয়াকে ভালবাসি, তারাও আমাকে ভালবাসে। হাসিনাঃ ইন্ডিয়া না চাইলে আমি প্রধানমন্ত্রী হতে পারতাম না। সানিলিওনঃ ইন্ডিয়া না চাইলে আমিও পর্ণ স্টার হতে পারতাম না। খ্যাঁক! খ্যাঁক!! খ্যাঁক!!! আসল কথা ফাঁস হয়ে যাওয়াতে সবাই করতালি দিয়ে তাদের দুজনকে স্বাগত জানাল। যাত্রীদের একজন দাঁড়িয়ে বলল, এতে প্রমানিত হল আপনারা দুজনই সফল পেশাজীবী। একজন আওয়ামিলীগের রাজনীতিতে অন্য জন দেহ ব্যবসাতে। কিন্তু দুজনেরই গড ফাদার ইন্ডিয়া!! O:)
Posted on: Fri, 08 Nov 2013 14:09:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015