একমাত্র প্রধানমন্ত্রী - TopicsExpress



          

একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য মন্ত্রী প্রতিমন্ত্রী উপ- মন্ত্রীদের পদ শুণ্য হয়ে গেছে গতকাল থেকে । পদত্যাগপত্র জমা দেয়ার মর্হুত থেকেই তারা আর মন্ত্রী নন । পদত্যাপত্র জমা দেয়ার সঙ্গে সঙ্গে তাদের দাপ্তরিক কাজকর্মও অবৈধ হয়ে গেছে ! পদত্যাগের পর তারা সরকারি প্রটোকল নিতে পারেন না । যদি কেউ নেন, তাহলে সেটা হবে দুনীর্তির মধ্যে পড়ে । এজন্য কোনো নাগরিক সংক্ষুদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনলে অন্যায় কিছু হবে না । সংবিধানের ৫৮ (১) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোন মন্ত্রীর পদ শুণ্য হইবে, যদি-- (ক) তিনি রাষ্ট্রপতির নিকট পেশ করিবার জন্য প্রধানমন্ত্রী নিকট পতদ্যাপত্র প্রদান করেন । (এই অনুচ্ছেদে বোঝানো হয়েছে শুধু প্রধানমন্ত্রী ছাড়া অন্য মন্ত্রী, প্রতি মন্ত্রী ও উপমন্ত্রীদের ক্ষেত্রে) সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার সফিক আহমেদ একজন জৈষ্ঠ আইনজীবী । তিনি সাংবিধানিকভাবেই এখন আলীগ সরকারের সাবেক আইনমন্ত্রী । অথচ কতো সুন্দর করে গতকাল সংবিধানের অপব্যাখ্যা দিয়েছেন ! তিনি বলেছেন, আমরা পদত্যাগ করিনি । শুধু পদত্যাপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছি । রাষ্ট্রপতির কাছেও দিইনি । তার এসব কথা শুনে অবাক না হয়ে পারলাম না । সংবিধানেতো লেখাই রয়েছে, প্রধানমন্ত্রীর কাছে জমা দিতে হবে এবং জমা দেয়ার সঙ্গে সঙ্গে পদ শুণ্য হয়ে যাবে । রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে, তা তো সংবিধানে উল্লেখ নেই । এটা কি সংবিধানের অপব্যাখ্যা নয় ? হয়তো তাদের সরকার যা করবে কিংবা করছে সবি অটোমেটিকলী সাংবিধানিক হয়ে যাচ্ছে ! পোস্ট-
Posted on: Tue, 12 Nov 2013 08:19:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015