এক্সক্লুসিভ !! মুভি রিভিউ - TopicsExpress



          

এক্সক্লুসিভ !! মুভি রিভিউ !! মোস্ট ওয়েলকাম ২ রচনা ও পরিচালনা : অনন্ত জলিল প্রথমেই বলে রাখছি... লুতুপুতু ভাবে সমালোচনার নামে কাওকে নিয়ে মজা বা উপহাস করে সময় নষ্ট করবো না আমি ! আলোচনা করবো একদম গঠনমূলক ! গ্রুপে যদি অনন্ত জলিলের কোন দিওয়ানা-মাস্তানা টাইপ ফ্যান থেকে থাকেন, বিশেষত তাদেরকে বলবো... লেখাটা মনোযোগ দিয়ে পড়ুন... অযথাই গ্রুপে তর্ক-বিতর্ক/ক্যাচাল করার চেষ্টা করবেন না ! প্রথমেই বলবো... চলচ্চিত্রটার বেশ কিছু ভালো দিক :- ১. অনন্তের অভিনয় আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে... বিশেষ করে এক্সপ্রেশন ! ডায়লগ ডেলিভারী তে আরো অনেক মনোযোগ দিতে হবে ! শরীরটা আরেকটু মেদহীন করতে পারলে, খুব ভালো ! তবে সামগ্রিক ব্যাপার হলো... অনন্ত যদি নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে অনন্তকে আরো অনেক অনেকগুন কষ্ট করে যেতে হবে ! কারন, দেশের চলচ্চিত্রের প্রতিযোগিতার এই সময়ে অন্যান্যরা যেমন : আরেফিন শুভ, শাকিব... এরা অনেক এগিয়ে আছে অভিনয়ের দিক থেকে ! অনন্ত অনেক বড় বাজেটের চলচ্চিত্রে অভিনয় করেন, তার মানে কিন্তু এই না যে তিনি খুব ভালো অভিনয়ও করেন ! অভিনয় করেই ভালো অভিনেতা হতে হবে ! অন্য কোন আজাইরা উপায়ে না ! ২. গানগুলোর মান আগের তুলনায় অনেক ভালো হচ্ছে । আমি শুধুমাত্র অডিও -এর কথা বলছি !! গানের দৃশ্যায়ন নিয়ে বিস্তারিত নিচে বলেছি.... ৩. সিনেমাটোগ্রাফি একদমই মোটামুটি ! ভালোও না আবার খারাপও না ! কিছু কিছু শটের ফ্রেমিং ভালো ছিলো ! তবে, বেশিরভাগই নিম্নমানের !! এছাড়া, আর তেমন কিছুই ভালো লাগে নাই । এবার, চলচ্চিত্রের প্রচন্ড বাজে লাগা দিকগুলো বা ব্যাপারগুলো :- ১. একদম শুরুতেই বলবো... পোস্টার-এর কথা ! দেশের চলচ্চিত্রের এইরকম একটা সময়ে অনন্ত তার চলচ্চিত্রের পোস্টারে মাথা কেটে লাগানো প্রযুক্তি (ফটোশপে) ব্যবহার করেন.... কিছু বলার নাই আসলে ! -_- (বিঃদ্রঃ- মাথা কেটে লাগানো ব্যাপারটার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন...! তবে যিনি পোস্টারটা বানিয়েছেন, তার এই প্রযুক্তি সম্পর্কে জ্ঞান আরো বাড়াতে হবে ! কারন, অনন্তের মাথা ভালোভাবে কাটা হয়নি ! :-/ তবে, উপরে যে রোমান্টিক পোস্টারটা দেখছেন... এটাই একমাত্র ভালো ছিলো !!) ২. ছবির একদম শুরুতেই দেখা যায়, অনন্তের নাম আসে এভাবে - Superstar Action-Hero Ananta ! :O এসবের মানে কি !! চলচ্চিত্র দুনিয়ার বিখ্যাত নায়ক টম ক্রুজ... তার কোন মুভির আগেও তো কোনদিন দেখি নাই যে এভাবে টাইটেলে নাম আসে - Superstar Tom Cruise !! :-/ আর জনাব অনন্ত সাহেব চার বছরে পাঁচটা মুভিতে অভিনয় করেই সুপারস্টার তকমা গায়ে জড়ানোর সাহস দেখাচ্ছেন কিভাবে !!! আবার হতেও পারে... :-/ উনার নিঃস্বার্থ ভালোবাসা তো আবার কান ফিল্ম ফেস্টিভ্যাল -এও প্রদর্শিত হয় ! -_- ৪. আমি জীবনে এই প্রথম কোন চলচ্চিত্র দেখলাম যার প্রায় আড়াই ঘন্টার ব্যাপ্তিকালের মধ্যে ঠিক দুই ঘন্টাই অ্যাকশন !! :-/ আর হ্যা... পুরো মুভিতে ভিলেনরা অনন্তের দিকে প্রায়, কম করে হলেও ১০,০০০ টা গুলি ছুড়ছে ! একটা গুলিও লাগে নাই -_- আরো একটা সিদ্ধান্তে উপনীত হলাম... অনন্ত সাহেবের দৌড়ের গতি, বুলেটের গতির চেয়েও অধিক !! :O গুলি ঠিক কোন দিকে যাচ্ছে... সেটা কিন্তু তিনি স্পষ্ট খালি চোখে দেখতে পান ! B| আবার সরেও যান :O অ্যাকশন ডিরেকশন ছিলো চরম বাজে লেভেলের ! ছবি মুক্তির আগে কিন্তু শুনেছিলাম যে, অনন্তের পরবর্তী মুভি মোস্ট ওয়েলকাম ২ তে নাকি অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন স্বয়ং জেমস বন্ড সিরিজের লাস্ট মুভি Skyfall -এর অ্যাকশন ডিরেকটর !! :3 ভালোই অ্যাকশন দেখিয়েছেন উনি... -_- ৫. আমি আবারও বলছি অনন্ত যদি অভিনেতা হিসেবে নিজেকে পর্দায় আনতে চায়, তাহলে আমি তাকে স্বাগত জানাই ! কারন, তার অভিনয় দিন দিন উন্নতি লাভ করছে । কিন্তু তিনি নিজেই তার চলচ্চিত্রের কাহিনী-সংলাপ লিখেছেন... এটা করা কি খুবই প্রয়োজন তার জন্য !! যিনি কোটি টাকা খরচ করে তার ছবিতে কার্টুন-মার্কা VFX করেন... তিনি কি কাহিনী লেখানোর জন্য কাওকেই খুজে পান না !! :-/ পুরো মুভিতে অনন্তের বিটিভি-মার্কা ডায়লগ শুনে হাসবো না কাঁদবো... বুঝে উঠতে পারি না ! :( ৬. পুরো মুভির সবচেয়ে বিরক্তিকর ব্যাপারটা ছিলো - গ্ল্যামার গার্ল ( :O ) বর্ষার অভিনয় সহ্য করা !! -_- একটা কথা আমি স্পষ্টই বলবো... অনন্তের এই চলচ্চিত্র... কোনদিনও ২০ কোটি টাকা বাজেটের কোন চলচ্চিত্র না !!! অনন্ত সাহেব কি আমাদেরকে তার টাকায় কেনা রাম-ছাগল মনে করেন যে... আমাদেরকে বললেন উনি, এটা বানাতে তার ২০ কোটি টাকা খরচ হয়েছে... আর আমরা তা শুনে হাততালি দেবো !! :-/ তিনি কি মনে করেন... দেশের মানুষের কি চলচ্চিত্র সম্পর্কে কোন জ্ঞানই নেই !! -_- তিনি যা ইচ্ছা তাই বানাবেন আর অনবরত মিথ্যাচার করবেন !! :-/ আবার, টিভি সাক্ষাৎকারে গিয়ে বলবেন...আমি টম ক্রুজকেও আমার প্রতিদ্বন্দ্বী মনে করি না !! -_- সময় অনেক গড়িয়েছে... অনন্তকে এই বৃত্ত থেকে বাইরে বেড়িয়ে আসতেই হবে ! নইলে একটাই কথা... সরে দাঁড়ান ! আমরা সবাই-ই চাই দেশের চলচ্চিত্রের সর্বোচ্চ উন্নতি হোক । আমরাও চাই, আমাদের দেশে টম ক্রুজের মতো অ্যাকশন হিরো জন্মাক ! তাই বলে, আত্ন-স্বীকৃত না !! :-/ যোগ্যতা ও সাহস থাকলে, নিজেকে পুরোপুরি বদলাতে হবে অনন্তকে । অবশ্যই তার প্রত্যেকটা পদক্ষেপকে স্বাগতম জানাই আমরা ! আমরা নিজেরা কেউ কারও বিপক্ষে না ! কিন্তু কথা একটাই... আমরা কোন তেল-মার্কা অভিনেতা চাই না... আমরা এমন কোন অভিনেতা চাই না, যে কিনা শুধুমাত্র নিজের কাছেই সেরা !! :-/ অনন্তকে নিয়ে এই সময়টাতে যথেষ্ট আলোচনা হচ্ছে... তাই অনেকটা বাধ্যই হলাম, শেষের কথাগুলো বলতে ! আশা করি সবাই বুঝতে পেরেছেন কথাগুলো । সবাইকে বলবো... দেশের চলচ্চিত্রের উন্নয়নে কাজ করুন... একসাথে... ! অযৌক্তিকভাবে না ! জয় হোক বাংলা চলচ্চিত্রের :-)
Posted on: Wed, 30 Jul 2014 12:08:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015