এখন বাংলাদেশের বড় - ছোট - TopicsExpress



          

এখন বাংলাদেশের বড় - ছোট বিপনী বিতান, মার্কেট, শপিং কমপ্লেক্স গুলোতে ঢুকলে মনে হবে বাংলাদেশ বিশ্বের অন্যত্তম ধনী দেশ । মূল্য ?? ডাজেন্ট ম্যাটার । পছন্দ হৈছে প্যাকেট কর । দাম নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই । বাস্তবতাটা অনেক ভিন্ন । ধনীদের কথা বলবো না, আমি ধনীক শ্রেণীর নই, আমি এক মধ্যবিত্ত বাবার ছেলে । তাই আমার মাথাব্যাথাও সবসময় এদের নিয়েই । এরা পয়সার অভাবে যেতে পারে না বসুন্ধরা সিটি বা বড় বড় শপিং কমপ্লেক্সে আর ইজ্জ্বতের ভয়ে যেতে পারে না ফুটপাতে । কেউ দেখে ফেললে কি ভাব্বে !! অথচ দেখুন বড় লোকেরা অনায়াসে চলে যাচ্ছে বড় বড় শপিং মলে । কোন কথা ছাড়া কিনে আনছে যেটা পছন্দ সেটা । আবার নিম্নবিত্ত শ্রেণী অনায়াসে চলে যাচ্ছে ফুটপাতে বা হকার্স মার্কেটে । কিন্তু ঐ যে মধ্যবিত্ত নামক একশ্রেণীর প্রাণীরা আছে, যত বিপদ সব এদের । যত চিন্তা সব এদের মাথায় । চিপায় চাপা খাওয়ার জন্যই এদের জন্ম । মার্কেটের যাবার আগে দশবার ভাবে, কোন মার্কেটে যাবো ! কোনটায় একটু সস্তা পাবো, কোনটায় একটু দরদাম করা যাবে !! গেল মার্কেটে । একটা জিনিষ কিনতে দশটা দোকান ঘুড়লো । কারণ গুলো হলঃ এই দোকানের জিনিষটা মানে ভালো বাট দেখতে না, আবার ঐ দোকানের দেখতে ভালো বাপের পছন্দ কিন্তু পোলামাইয়ার না, পোলামাইয়ার পছন্দ বাট বাপের না । সময়ের সাথে তাল মিশিয়ে বাপেরা এমন ড্রেস কিনে দিতেন চান যেটা স্টাইলিশ হবে, মানে ভালো আবার ছেলেমেয়ের পছন্দ যাতে একটু বেশিদিন পড়তে পারে । এরপর তো দামের ব্যাপার আছেই । এইটাই সবচেয়ে বড় ফ্যাক্ট । সবকিছু ঠিক আছে কিন্তু দামে হচ্ছে না, দোকানদার বেটা নাছোড়বান্দা সে ঈদে একটু কামিয়ে রাখবেই । ও বেটারও তো সংসার আছে । অগ্যতা কি আর করা ! মধ্যবিত্ত ভদ্রলোকের সবার কথাই চিন্তা করতে হয় । বৌ, সন্তান । পরিবার, আত্মীয় সবাইকেই তো দিতে হবে । সবারই একটা আশা বা চাওয়া পাওয়া থাকে । যেমন আমিও পূজা আসলে মুখিয়ে থাকি কাকা, পিসি, মামা, মাসীদের দিকে । জামা কাপড় কেউ দেয় না বড় হয়ে গেছি । কিন্তু মিনিমাম পাঁচশ টাকা এক একজনের কাছ থেকে আশা করতেই পারি । তেমনি আমার মা বাবাকেও দিতে হয় সবাইকে । সব মিলিয়ে দেখা যায় বলির পাঠা হয় ঐ মধ্যবিত্ত ভদ্রলোক বা ভদ্র মহিলা । সবার কথা ভাবতে গিয়ে তারা নিজেদের ইচ্ছাকে মাটি চাপা দেয় চোখ বুজে । এটাই মধ্যবিত্তের জীবনের নির্মম উপন্যাস । আমি অকেশ্যনালি মার্কেট করা ছেড়ে দিসি অনেক আগে থেকেই । আমি মার্কেট করি অফ সিজনে । যখন কমদামে খুঁজে খুঁজে নিজের পছন্দ মত জিনিষটা কিনতে পারবো । রোজার আগেই গেছিলাম নিউমার্কেটে । একটা জিন্স কিনছি মাত্র ৪৫০ টাকায় । দাম চাইছিল ১৪৫০ । দুইটা শার্ট কিনছিলাম ৭৪০ টাকায় । দুইটার দাম চাইছিল ১৬৫০ টাকা । কিছু করার নাই । অফ সিজন, ক্রেতার ভিড় নাই । সারাদিন বৈসাও কালেভদ্রে কাস্টমারের দেখা পায় । আমিও সুযোগ ধরি ঐ সময়টার । আপনি এখন মার্কেটে যাবেন ঐ একজিনিষেরই এখন দাম তো আরো বাড়াবেই আর দাম একটাকাও কমাবে না । আবার যাবো ঈদের পরে অফ সিজনে.. ;-) কি আর করার ভাই ! মধ্যবিত্ত বাপের পোলা তো তাই অনেক কিছুই স্যাক্রিফাইচ করা লাগে । আমি জানি অনেকেই করতে হয় । এইটাই জীবন । জীবনের নির্মম বাস্তবতা । তারপরেও নিজেকে সুখীই মনে হয় । তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে.. সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা । ভালো কাটুক, শান্তিতে আনন্দে ভরে উঠুক সবার জীবন । :-)
Posted on: Wed, 07 Aug 2013 10:20:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015