★ এটা একটা শিক্ষামূলক - TopicsExpress



          

★ এটা একটা শিক্ষামূলক পোষ্ট ★ ★মাত্রাতিরিক্ত হস্তমৈথুনের বদঅভ্যাস থেকে মুক্ত হবার উপায়ঃ সর্বদিক বিবেচনায় হস্তমৈথুন একটি মারাত্মক বদঅভ্যাস। যেকোন বদঅভ্যাস শরীর এবং মনের জন্য ক্ষতিকর। বদঅভ্যাস ছাড়া সহজ নয়। তবে চেষ্টায় সবই সম্ভব।মুক্তির পথ খুজে পেতে কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন, যেমনঃ ১. যৌন উত্তেজনা অনুভব করলে লিঙ্গকে হাত দিয়ে ধরবেন না। তাড়াতাড়ি অন্যমনস্ক হয়ে যান। ২. ধর্মীয় অনুশাষন মেনে চলুন। কোন ধর্মেই হস্তমৈথুন সমর্থন করে না। ৩. পর্নফিল্ম এবং নোংরা ছবি দেখা থেকে বিরত থাকুন। মোবাইল এবং কম্পিউটার থেকে সকল বাজে ছবি ডিলিট করে দিন। ৪. খেলাধুলার অভ্যাস করুন। জগিং সবচেয়ে ভাল উপায় নিজেকে নিয়ন্ত্রনে রাখার জন্য। ৫. পাঠ্য বই এবং ভাল গল্পের পড়ার অভ্যাস করুন। এডাল্ট কনটেন্ট পরিহার করুন। ৬. বন্ধু-বান্ধবের সাথে প্রাপ্তবয়স্ক গল্প বলা থেকে বিরত থাকুন। ৭. হস্তমৈথুনের অভ্যাস ক্রমশঃ কমিয়ে দিন। একবারে এটা থেকে পরিত্রান পাওয়া যায় না। {আমাদের পোষ্ট গুলো যদি আপনাদের সামান্য ভাল লেগে থাকে অথবা উপকারে এসে থাকে তাহলে পোষ্ট গুলোতে লাইক দিয়ে কমেন্টে অন্তত একটা “Thanks” জানাইয়েন।}
Posted on: Thu, 14 Nov 2013 03:00:01 +0000

Trending Topics



fi-la-shifa-topic-10153462110340705">Allahuma rabbi-nas adhhabal basa, ashfi wa entashafi, la shifa
HOME 2 HOME, Quality professional cleaning and toiletry products

Recently Viewed Topics




© 2015