এটা খুবই কষ্টকর একটা - TopicsExpress



          

এটা খুবই কষ্টকর একটা ব্যাপার। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো চুরি করা শিখে বড় হচ্ছে। অভিভাবকেরা নিজের হাতে বাচ্চাদের তুলে দিচ্ছেন অনৈতিকতার দিকে। এবং শিক্ষামন্ত্রী ব্যাপারটাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। আমি এমনিতে আশাবাদী মানুষ, কেউ আমাকে যদি বলত কী নিয়ে এখনও স্বপ্ন দেখেন, আমি বলতাম নতুন প্রজন্মের কথা। ওদেরকে যদি ঠিকঠাক বড় করে তোলা যায়, তাহলে একটা সময় পর অনেককিছুই ঠিক হয়ে যাবে। কিন্তু ওরাই যদি চুরি শিখে বড় হয়, তাহলে আশার আলো খুবই কম। বড় বড় রাজনৈতিক দলগুলো কত সস্তা ইস্যু নিয়ে রাস্তায় নামে, মানুষ বিসর্জন দেয়। অথচ এতবড় একটা ইস্যু নিয়ে কেউ কিছু বলে না। আসুন আমরা নিজেরা মিলে কিছু ক্রিয়েটিভ উপায় বের করি, যেন এটা প্রতিরোধ করা যায়... ধরুন একটা একটা ফাঁস প্রতিরোধ কমিটি হলো যারা প্রশ্ন পাওয়া মাত্র বোর্ড অফিসে গিয়ে দেখিয়ে আসবে, তাদের সাইন নিয়ে আসবে, কিংবা নিজ উদ্যোগে পরীক্ষার আগের দিন কোন জাতীয় পত্রিকায় ছাপিয়ে দেয়ার ব্যবস্থা করবে। কিংবা নিজেরা খুঁজে বের করবে কারা প্রশ্ন ফাঁস করছে এবং সবাইকে জানিয়ে দেবে। আপনারাও আপনাদের আইডিয়া দিন, আসুন আমরা সরকারকে ব্যতিব্যস্ত করে তুলি যেন তারা অস্বীকার করে পার না পায়। আইন নিজের হাতে তুলে নেয়া যায় না, তবে অধিকার নিজের হাতেই অর্জন করতে হয়... https://youtube/watch?v=sZmvQEBp0Q4 Bangladesh: Primary( PSC) Question Out 2014 PKG Primary Education going into vain as the questionnaire of PSC comes out b4 the exams! Such heinous act has been happening repeatedly through the years! But t... youtube Courtesy : Chamok Hasan
Posted on: Thu, 04 Dec 2014 10:09:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015