***এডসেন্সের বিকল্প এল - TopicsExpress



          

***এডসেন্সের বিকল্প এল বাংলাদেশে - আমাদের এড**** আজকের উপহার হিসেবে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি এড মিডিয়া (amaderad) সাইট। এটি মাত্র ৯-১১-২০১৩ তে শুরু হয়েছে। যাদের নিজস্ব ব্লগ / সাইট রয়েছে তারা খুব সহজেই তাদের সাইট এ বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে আয় করতে পারবেন। তাছাড়া যারা নিজেদের পণ্য বা সেবার বিজ্ঞাপন দিতে চান, তারাও এই সাইট ব্যাবহার করতে পারেন। যেহেতু সাইটটি বাংলাদেশ ভিত্তিক, আমরা সহজেই আমাদের কাঙ্ক্ষিত গ্রাহক খুজে পাব। এডসেন্স বনাম আমাদেরএডঃ এডসেন্স এ অ্যাকাউন্ট এপ্রুব করাতে অনেক ভিসিটর লাগে, এখানে ততটা লাগেনা। সহজে সাইট এপ্রুব করতে চায় না। এখানে সহজেই সাইট এপ্রুব করা হয়। এডসেন্স বাংলা সাইট গ্রহন করে না। এটি বাংলা সাইট ও গ্রহন করে। প্রথমে সাইটটিতে অ্যাকাউন্ট করার জন্য এখানে ক্লিক করুন। amaderad/?r=1000018258 আপনি যেহেতু ওয়েবসাইট মালিক বা বিজ্ঞাপন প্রকাশকারী, তাই Publisher অ্যাকাউন্ট খুলুন। তারপর সাইট সংযুক্ত (Submit Site) করুন । amader ad এবার My Sites এ ক্লিক করুন। এখানে আপনার সাইট Pending অবস্থান থেকে Approved অবস্থানে আসা পর্যন্ত অপেক্ষা করুন। আমার সাইট ১ ঘণ্টার মধ্যেই এপ্রুব হয়ে গেছে। আপনার সামান্য কম বা বেশী সময় লাগতে পারে। amaderad এপ্রুব হওয়ার পর Get Code এ ক্লিক করুন। এবার আপনি কোন সাইজ এর বিজ্ঞাপন দিতে চান , তা নির্বাচন করুন। কোডটি আপনার সাইটে / ব্লগে স্থাপন করুন।এবার আপনার আয় চলতে থাকবে আপনার ভিজিটর এর উপর।অশ্লীল / মাদক সংক্রান্ত সাইট এর জন্য আবেদন করবেন না। নিজের বিজ্ঞাপনে নিজে ক্লিক করবেন না অথবা কাওকে ক্লিক করার জন্য উৎসাহিত করবেন না। সাইটে নিয়মিত ইউনিক কন্টেন্ট পোস্ট করুন, কপি পেস্ট করবেন না। সামান্য এস ই ও এর কাজ করতে পারেন (নিজে অথবা কারো সাহায্য নিয়ে) ।এই সাইট দুই ধরনের বিজ্ঞাপন প্রদান করে। একটি হচ্ছে ক্লিক ভিত্তিক, এবং অন্যটি হচ্ছে প্রদর্শন ভিত্তিক। প্রথম পদ্ধতিতে আপনার বিজ্ঞাপনে ক্লিক করলেই আপনি টাকা পাবেন। এটি প্রতি ক্লিকে ১ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত হতে পারে। আপনার প্রশ্ন থাকতে পারে, ক্লিক সাইট গুলো তে কাজ করে আমরা প্রতি ক্লিক এ ৮-৮০ পয়সা পাই, তাহলে এড মিডিয়া গুলো কেন এত বেশী দেয়? আমরা তো জানি, সকল বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য পন্য বা সেবা বিপণন। ক্লিক সাইটগুলোতে ব্যাবহারকারীরা অনিচ্ছা সত্ত্বেও শুধুমাত্র টাকার জন্য ক্লিক করে। তাই বিজ্ঞাপনদাতার কাঙ্ক্ষিত গ্রাহক পাওয়ার সম্ভাবনা অনেক কম। কিন্তু, সাইট এর বিজ্ঞাপনে সাইট ব্যাবহারকারী সেচ্ছায় ক্লিক করে, যে বিষয়ে তার সেবা প্রয়োজন সেই বিষয়ের বিজ্ঞাপনে ক্লিক করে। সুতরাং, পেমেন্ট বেশী হলেও বিজ্ঞাপনদাতার ক্ষতি নেই। ক্লিক সাইটে ১০০০ জন কে বিজ্ঞাপন দেখালে যদি ১ টি পন্য বিক্রয় হয়, তবে সাইট এর বিজ্ঞাপনে ১০০ জন ক্লিক করলেও তার থেকে অনেক বেশী পন্য বিক্রয় হয়। সাইটটি নতুন হওয়ায় তারা সম্ভবত এখনো কোন বিজ্ঞাপন পায়নি, তাই তারা নিজেদের সাইটের বিজ্ঞাপন প্রদান করছে , এবং প্রতি ক্লিক এ ১ টাকা (প্রায়) করে দিচ্ছে। পরবর্তীতে বিজ্ঞাপন দিলে ওই বিজ্ঞাপন অনুসারে আপনি টাকা পাবেন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে , আপনার সাইট ভিজিট করলেই গ্রাহক বিজ্ঞাপন দেখবে, তার জন্য আপনি টাকা পাবেন, বিজ্ঞাপনে ক্লিক করতে হবে না। এই পদ্ধতির বিজ্ঞাপনে টাকা অনেক কম হবে তা বঝাই যাচ্ছে।এছাড়াও এই সাইট থেকে আপনি রেফারেল কমিশন আয় করতে পারেন। Earn More এ ক্লিক করলে আপনার রেফারেল লিঙ্ক পাবেন। এটি বন্ধুদের সাথে (ফেসবুকে/টুইটারে/ই-মেইলে) শেয়ার করুন। এখান থেকে আপনি যাদেরকে সরাসরি রেফার করেছেন, শুধু মাত্র তাদের কাজের কমিশন পাবেন। তারা কাওকে রেফারেল করলে তার কোন কমিশন পাবেন না। আপনি যদি পাবলিশার বা ওয়েবসাইট এর মালিক দের রেফার করেন তবে তার আয়ের ১০ % কমিশন পাবেন। আর যদি বিজ্ঞাপনদাতাকে রেফার করেন, তবে তার বিনিয়োগের ১০ % পাবেন আজীবন। ১০০০ টাকা হলেই বিকাশ বা ব্যাংক এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন। তাহলে, আর দেরি কেন? এখনিঅ্যাকাউন্ট খুলে নিন এই লিংক এ ক্লিক করুন !! amaderad/?r=1000018258
Posted on: Mon, 20 Jan 2014 04:53:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015